HomeIslamicইফতারের দোয়া! ইফতারের আগে ও পরের দোয়া - Iftar Dua Bangla /...

ইফতারের দোয়া! ইফতারের আগে ও পরের দোয়া – Iftar Dua Bangla / Iftar Dua Arabic

ইফতারের আগে ও পরের দোয়া

ইফতারের আগে ও পরের দোয়া

দ্রুত ইফতার করা সুন্নাত ও কল্যাণের আমল। এ কল্যাণ পেতে সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ দোয়া ও নিয়ম মেনে ইফতার করা জরুরি। ইফতারের কিছু সময় আগে ইফতারি সামনে নিয়ে বসে বসে তাসবিহ-তাহলিল, তাওবাহ-ইসতেগফার, দোয়া-দরূদ পড়ার মাধ্যমে সময় অতিবাহিত করা।

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

ইফতারের আগ মুহূর্ত থেকে ইফতার করার সময় আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করে নেন। তাই এ সময়ে মনের সকল ইচ্ছার কথা বলে আল্লাহর কাছে দোয়া করা। এরপর ইফতারের সময় হলে এই দোয়া পড়ে ইফতার শুরু

ইফতারের আগের দোয়া

بِسْمِ الله – اللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্কিকা আফত্বারতু।

অর্থ: ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।’ (আবু দাউদ- ২৩৫৮)

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

এ ছারাও বাংলায় দোয়া করতে পারি -দোয়া পড়া-

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। আপনি আমার রোজা কবুল করুন।

ইফতারের পর বা ইফতার করাকালীন সময় এ দোয়া পড়া

ذهب الظماء وابتلت العروق و ثبت الْأَجْرُ إِنْ شَاءَ الله

‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

অর্থ: ‘ (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াব ও স্থির হলো’ (আবু দাউদ, ২৩৫৭)

হজরত আবদুল্লাহ ইবইে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইফতার করাকালীন সময়ে এ দোয়া বলতেন।

ইফতারের সময় ৬টি করণীয়

১. সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করাঃ রাসুলুল্লাহ সাঃ বলেছেন, ‘মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে; ততদিন তারা কল্যাণ লাভ করবে না।’ (সহিহ বুখারি ১৯৫৭)

২. ইফতারের সময় অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতার করা।

৩. ইফতারের সময় বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।

৪. খেজুর, সাদা পানি, কিংবা দুধ দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ জামাতে পড়া।

৫. ইফতারে দেরি করে জামাত তরক না করা।

৬. ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। মাগরিবের নামাজ আদায় করে তৃপ্তিসহ পরিমাণ মতো খাবার খাওয়া। আর তাতে শরীর থাকে সুস্থ ও সবল। ইফতারের সময় অতিরিক্ত খাবার খেলে জামাআত ও ইবাদত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে।

আরো পড়ুনঃ রোজার ইফতারি স্বাস্থ্যকর ১০টি খাবার রেসিপি

নফল রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইফতারের আগে তওবা-ইসতেগফার ও দোয়া করার তাওফিক দান করুন আমিন।

Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

10,916FansLike
2,458FollowersFollow
28,198SubscribersSubscribe
- Advertisment -

Recent Post Read