Homeটিভিতে আজকের খেলাআজকের খেলা ২৪ জুন ২০২৫ -  টিভিতে আজকের খেলার খবর | লাইভ...

আজকের খেলা ২৪ জুন ২০২৫ –  টিভিতে আজকের খেলার খবর | লাইভ খেলা কোন চ্যানেলে হবে?

আজকের খেলা ২৪ জুন ২০২৫ -  টিভিতে আজকের খেলার খবর | লাইভ খেলা কোন চ্যানেলে হবে?
আজকের খেলা ২৪ জুন ২০২৫ –  টিভিতে আজকের খেলার খবর | লাইভ খেলা কোন চ্যানেলে হবে?

টিভিতে আজকের খেলা ২৪ জুন ২০২৫ বেশ কয়েকটি খেলা রয়েছে। বাংলাদেশ এবং শ্রীলংকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা অনুষ্ঠিত হবে। আজ অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ খেলা হবে শুরু হবে আজ। আবার অনূর্ধ্ব ১৯ দলের খেলা রয়েছে ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার প্রথম ওয়ানডে। 

তাছাড়া আজকে আরো কয়েকটি রোমাঞ্চকর ফুটবল ক্লাব বিশ্বকাপ আজকে খেলা অনুষ্ঠিত হবে। যেখানে দেখা যাবে অকল্যান্ড সিটি বনাম বোকা জুনিয়র্স, এসএল বেনফিকা বনাম এফসি বায়ার্ন মিউনিখ, এস্পেরেন্স ডি তিউনিসি বনাম চেলসি এফসি এবং এলএএফসি বনাম সিআর ফ্ল্যামেঙ্গো। 

আজকের ক্রিকেট খেলার সময়সূচি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট এর প্রথম দিনের খেলা হবে আজ ২৪ জুন ২০২৫। এই খেলাটি সরাসরি দেখতে পারবেন টি-স্পোর্টস এর পর্দায় ১০:৩০ মিনিট থেকে। আজকে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ারও টেস্ট খেলা রয়েছে। অন্যদিকে ভারত বনাম ইংল্যান্ড এর অনূর্ধ্ব ১৯ দলের প্রথম যুব ওয়ানডে ক্রিকেট খেলা রয়েছে বিকাল ৪টায়। 

আজকের খেলা ২৪ জুন ২০২৫

শ্রীলঙ্কা-বাংলাদেশ 

  • ম্যাচের  নাম: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর, দ্বিতীয় টেস্ট, প্রথম দিন। 
  • সময়: সকাল ১০:৩০ মিনিট।
  • লাইভ দেখা যাবে: টি-স্পোর্টস
  • স্টোডিয়াম: সিংহলিজ স্পোর্টস ক্লাব, কলম্বো।

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া

  • ম্যাচের  নাম: অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর, ১ম টেস্ট, ১ম দিন। 
  • সময়: রাত ৮ টায়। 
  • লাইভ দেখা যাবে: সনি স্পোর্টস
  • স্টোডিয়াম: কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস।

ইংল্যান্ড-ভারত

  • ম্যাচের  নাম: ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফর, প্রথম যুব ওয়ানডে। 
  • সময়: বিকাল ৪টায়। 
  • লাইভ দেখা যাবে: সনি স্পোর্টস ১,৫।
  • স্টোডিয়াম: কাউন্টি গ্রাউন্ড, হোভ।

আজকের সোনার দাম জানতে ভিজিট করুন: ২৪ জুন ২০২৫

আজকের ফুটবল খেলার সময়সূচি

আজ ২৪ জুন ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ ফিফা ক্লাব বিশ্বকাপ খেলা গুলো হয়ে গিয়েছে। আজকের খেলা ২৫ জুন ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ লেখার সময়সূচি দেওয়া হয়েছে নিচে। বাংলাদেশে এই খেলা গুলো হবে ২৪ জুন ২০২৫ রাত ১টায় এবং ২৫ জুন ২০২৫ সকাল ৭টায়। 

অকল্যান্ড সিটি এফসি বনাম সিএ বোকা জুনিয়র্স এর খেরা রয়েছে ২৪ জুন ২০২৫ রাত ১টায়। ঠিক এই একই সময় আরো একটি খেলা রয়েছে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে। এই স্টোডিয়ামে খেলা হবে এসএল বেনফিকা বনাম এফসি বায়ার্ন মিউনিখ এর। ২৫ জুন সকাল ৭টায় ২টি খেলা রয়েছে। একটি হলো এস্পেরেন্স ডি তিউনিসি বনাম চেলসি এফসি আরেকটি হলো এলএএফসি বনাম সিআর ফ্ল্যামেঙ্গো। আপনারা এই সকল খেলা লাইভ দেখতে পারবেন DAZN ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে। 

আজকের খেলা ২৪ জুন ২০২৫

অকল্যান্ড সিটি এফসি বনাম সিএ বোকা জুনিয়র্স

  • ম্যাচের  নাম: ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫
  • সময়: রাত ১টা
  • লাইভ দেখা যাবে: ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
  • স্টোডিয়াম: জিওডিস পার্ক, ন্যাশভিল। 

এসএল বেনফিকা বনাম এফসি বায়ার্ন মিউনিখ

  • ম্যাচের  নাম: ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫
  • সময়: রাত ১টা
  • লাইভ দেখা যাবে: ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
  • স্টোডিয়াম: ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম, শার্লট।  

এস্পেরেন্স ডি তিউনিসি বনাম চেলসি এফসি

  • ম্যাচের  নাম: ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫
  • সময়: আগামীকাল সকাল ৭টায়
  • লাইভ দেখা যাবে: ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
  • স্টোডিয়াম: লিঙ্কন আর্থিক মাঠ, ফিলাডেলফিয়া। 

এলএএফসি বনাম সিআর ফ্ল্যামেঙ্গো

  • ম্যাচের  নাম: ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫
  • সময়: আগামীকাল সকাল ৭টায়
  • লাইভ দেখা যাবে: ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
  • স্টোডিয়াম: ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো।

আপনারা যারা প্রতিনিয়ত খেলার খবর দেখতে চান তারা আমাদের ওয়েবসাইট ফলো করে রাখতে পারেন এবং গুগল নিউজ ফলো করে রাখতে পারেন। যার মাধ্যমে আপনি প্রতিনিয়ত সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের খেলার। 

- Advertisement -
Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here