মোটরসাইকেল বর্তমানে একটি অতি প্রয়োজনীয় যান হয়ে উঠেছে। এটার মাধ্যমে সবাই তার প্রতিদিনের কাজ গুলো খুব সহজেই করতে পারে। যেমন: অফিসে যাওয়া, ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় মিটিং করতে বা যোগাযোগ করতে যেতে পারে। একজন ছেলে বা মেয়ে একটি মটোরবাইক দ্বারা মনের ইচ্ছামতো ঘুড়তে পারে। তার মানে বুঝতেই পারছেন মোটরবাইক কতটা প্রয়োজনীয়।
যে সকল মোটরবাইক কোম্পানি রয়েছে তাদের মধ্যে ইয়ামাহা একটি অন্যতম জনপ্রিয় বাইক কোম্পানি। আপনাদের জানাতে চাই যে ইয়ামাহা ইতিমধ্যে অনেক গুলো টেস্ট রাইড আয়োজন করেছে আমাদের দেশে। আবারও একটি টেস্ট রাইড আয়োজন করেছে সকল ইয়ামাহা বাইক প্রেমিদের জন্য। আপনারা যারা এই টেস্ট রাইডে যোগ দিতে চান তারা সবাই আগে থেকেই একটি রেজিস্টেশন ফরম পুরণ করে অংশ গ্রহণ করার সুযোগটি নিতে পারবেন।

অনেক বড় পরিসরে ইয়ামাহা সারা দেশে আয়োজন করেছে এই টেস্ট রাইড। বিশেষ করে উত্তর ও দক্ষিণ অঞ্চলে। এই রাইড হবে।
ইয়ামাহার সব থেকে জনপ্রিয় বাইক গুলোর মধ্যে Yamaha FZ-X অন্যতম। যেমন তার রেট্রো লুকস, ডিজাইন ও স্টাইলে সকল বাইকারদের আকৃষ্ট করে তা বলা বাহুল্য। রাস্তা দিয়ে একটি ইয়ামাহা বাইক চালিয়ে গেলে সবাই তাকিয়ে দেখে বাইকটির ডিজাইন। তাই এই সেগমেন্টের বাইকটি সকল বাইকারদের কাছে অনেক বেশি জনপ্রিয়।
আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া ১১ অক্টোবর ২০২৫: সারাদেশে বৃষ্টি হতে পারে, তাপমাত্রা সামান্য বাড়বে
এই টেস্ট রাইড অনুষ্ঠিত হবে আগামী আগামী ১১ – ১২ অক্টোবর ২০২৫ তারিখে। ইয়ামাহার নির্দিষ্ট শোরুম ও এলাকায় আয়োজন করা হবে এই টেস্টরাইড ইভেন্ট Yamaha FZ-X বাইকটির। নিচে যে সকল এলাকায় বা শো রুমে এই টেস্ট রাইড হবে তার তালিকা দেওয়া হলো:
ইয়ামাহা প্রেমীদের জন্য দারুণ সুযোগ! দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে “Yamaha Test Ride Event 2025”। নির্দিষ্ট দিনে ও স্থানে গিয়ে আপনি সরাসরি নতুন ইয়ামাহা মোটরসাইকেল চালিয়ে দেখার সুযোগ পাবেন।

টেস্ট রাইডের স্থানসমূহ (উত্তরাঞ্চল)
- রংপুর: Classic Motors — ১১ অক্টোবর ২০২৫
- শঠিবাড়ী: Bike Center — ১২ অক্টোবর ২০২৫
- কেশরহাট: Haque Riders — ১৩ অক্টোবর ২০২৫
- রাজশাহী: Ghost Riderz Station — ১৪ অক্টোবর ২০২৫
- নাটোর: Anaam Motors — ১৫ অক্টোবর ২০২৫
- বগুড়া: Uttara Bike Center — ১৬ অক্টোবর ২০২৫
- সৈয়দপুর, দিনাজপুর: Razib Motors — ১৭ অক্টোবর ২০২৫
- চিরিরবন্দর, দিনাজপুর: Moto Mart — ১৮ অক্টোবর ২০২৫
- বগুড়া: Arish Motors — ১৮ অক্টোবর ২০২৫
- পাবনা: Raju Motors — ১৮ অক্টোবর ২০২৫
টেস্ট রাইডের স্থানসমূহ (দক্ষিণাঞ্চল)
- সাতক্ষীরা: Prestige Motors — ১১ অক্টোবর ২০২৫
- খুলনা: RINS Consortia — ১২ অক্টোবর ২০২৫
- বাগেরহাট: Ayaan Motors — ১৩ অক্টোবর ২০২৫
- বরিশাল: A One Motors — ১৪ অক্টোবর ২০২৫
- মাদারীপুর: Goura Motors — ১৫ অক্টোবর ২০২৫
- ফরিদপুর: Jannat Motors — ১৬ অক্টোবর ২০২৫
- কুষ্টিয়া: A S Motors — ১৭ অক্টোবর ২০২৫
- ঝিনাইদহ: Yes Motors — ১৮ অক্টোবর ২০২৫
- যশোর: S R Orion — ১৯ অক্টোবর ২০২৫
📋 রেজিস্ট্রেশন ও অংশগ্রহণের নিয়মাবলি
টেস্ট রাইডে অংশ নিতে আগেই অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। ফর্মে আপনার নির্বাচিত স্থান ও তারিখ উল্লেখ করার পর, ইয়ামাহা টিম থেকে আপনার কাছে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। এরপর নির্ধারিত দিনে উপস্থিত হয়ে আপনি সরাসরি বাইকটি টেস্ট রাইড করতে পারবেন।
📞 বিস্তারিত জানতে বা নতুন ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে
আপনার নিকটস্থ Yamaha Authorized Showroom-এ যোগাযোগ করুন।