চীনের জনপ্রিয় ব্র্যান্ডগুলো আগামী মাসগুলোতে তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে Xiaomi, Honor, Vivo এবং Oppo-এর আল্ট্রা মডেলগুলো নিয়েই প্রযুক্তি মহলে চলছে সবচেয়ে বেশি আলোচনা। এখনো অফিসিয়াল স্পেসিফিকেশন বা দাম প্রকাশ না হলেও, নির্ভরযোগ্য সূত্র থেকে ক্যামেরা কনফিগারেশনের কিছু তথ্য সামনে এসেছে।
সবচেয়ে আলোচিত Xiaomi 16 Ultra-তে থাকছে ৫০ মেগাপিক্সেলের OmniVision OV50X প্রধান ক্যামেরা। এটির ট্রিপল ক্যামেরা সেটআপে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি কাস্টমাইজড লেন্স, একটি ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা যেটি ৩x থেকে ৫x পর্যন্ত অপটিক্যাল জুম দেবে, আর একটি ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 আল্ট্রা-ওয়াইড সেন্সর। এর আগের Xiaomi 14 Ultra মডেলেও শক্তিশালী ক্যামেরা ছিল, তবে নতুন ভার্সনে আরও উন্নত টেলিফটো জুম যুক্ত হচ্ছে।
অন্যদিকে Honor Magic 8 Ultra আসছে ডুয়াল প্রাইমারি ক্যামেরা নিয়ে। এর মধ্যে থাকছে ৫০ মেগাপিক্সেলের বড় OV LOFIC সেন্সর এবং ২০০ মেগাপিক্সেলের Samsung HP9 পেরিস্কোপ লেন্স। এই লেন্স ৪.৩x থেকে ৭x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করবে, যা Honor-এর আগের Magic 6 Pro মডেলের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে।
Vivo X300 Ultra ক্যামেরা বিভাগে বেশ শক্তিশালী হতে যাচ্ছে। এখানে ব্যবহৃত হবে কাস্টমাইজড ২০০ মেগাপিক্সেল Sony LYT-990 35mm সেন্সর। এর সাথে যুক্ত থাকবে আরেকটি ২০০ মেগাপিক্সেল Samsung HPB টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। Vivo-এর পূর্বের X100 Ultra মডেলও ক্যামেরার জন্য পরিচিত ছিল, তবে নতুন প্রজন্মে আরও বড় আপগ্রেড দেখা যাবে।
আরো দেখুন: OnePlus 15 ও Ace 6 আসছে অক্টোবরেই: থাকবে ৭০০০mAh+ ব্যাটারি ও Snapdragon 8 Elite Gen 5 চিপ
সবশেষে Oppo Find X9 Ultra হতে পারে সবচেয়ে বহুমুখী ক্যামেরা ফোন। এতে থাকতে পারে চারটি সেন্সর – একটি ২০০ মেগাপিক্সেল Sony LYT-900 কাস্টমাইজড লেন্স, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ফ্রি-ফর্ম ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো এবং অতিরিক্ত একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স যা সর্বোচ্চ ২০০x ডিজিটাল জুম সাপোর্ট করবে। এরকম জুম ক্ষমতা আগে Oppo-এর কোনো মডেলে দেখা যায়নি।
সব মিলিয়ে বলা যায়, আগামী বছর বাজারে আসতে যাওয়া এই Ultra সিরিজগুলো স্মার্টফোন ক্যামেরার মানে এক নতুন দিগন্ত তৈরি করবে। যদিও এখনো দাম বা অফিসিয়াল লঞ্চ তারিখ জানা যায়নি, তবে প্রযুক্তি প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই বড় প্রত্যাশা তৈরি হয়েছে।