শাওমির নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Xiaomi 16 Pro নিয়ে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। এবার শুধু একটি প্রো নয়, একসঙ্গে আসছে দুইটি প্রো মডেল – একটি কমপ্যাক্ট ডিজাইনের ৬.৩ ইঞ্চি ডিসপ্লে আরেকটি বড় ৬.৮ ইঞ্চি স্ক্রিনের। ক্যামেরা, ব্যাটারি ও প্রসেসরে থাকছে বড় চমক, যা আগের মডেলগুলোর তুলনায় দেবে একেবারেই নতুন অভিজ্ঞতা।
এবার শাওমি তাদের Xiaomi 16 সিরিজে ভিন্ন কৌশল নিয়েছে। আগে যেখানে ভ্যানিলা ও প্রো মডেল একসঙ্গে লঞ্চ হতো, এবার ভ্যানিলার পাশাপাশি থাকবে দুইটি আলাদা প্রো ভার্সন। একটি ছোট আকারের ফোন যারা চান তাদের জন্য, আরেকটি বড় স্ক্রিনপ্রেমীদের জন্য।
দুইটি মডেলেই থাকছে নতুন প্রজন্মের Snapdragon 8 Elite 2 চিপসেট। এতে গেমিং, মাল্টিটাস্কিং বা ভারী অ্যাপ চালানো হবে আরও দ্রুত ও মসৃণ। শাওমির ফ্ল্যাগশিপ হিসেবে এটি ব্যবহারকারীদের দেবে সর্বোচ্চ পারফরম্যান্স।
ফোনটিতে থাকবে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা যার সেন্সর সাইজ ১/১.২৮ ইঞ্চি। সঙ্গে থাকছে পেরিস্কোপ টেলিফটো লেন্স ও আলট্রা-ওয়াইড সেন্সর। এই ক্যামেরা সেটআপ ব্যবহারকারীদের দিবে ডিটেইলড ছবি, জুম সুবিধা ও ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে দারুণ অভিজ্ঞতা।
ব্যাটারি সেকশনে থাকছে ৬,৩০০ mAh ক্ষমতার বড় ব্যাটারি। এছাড়াও থাকবে ওয়্যারলেস চার্জিং সুবিধা। এর ফলে দীর্ঘসময় গেম খেলা বা ভিডিও দেখা যাবে চার্জের চিন্তা ছাড়াই।
পূর্বে শাওমির প্রো মডেলগুলো আন্তর্জাতিকভাবে লঞ্চ হয়নি। এবারও নিশ্চিত নয় যে দুইটি প্রো মডেলই বিশ্ববাজারে আসবে কিনা। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের আশা, অন্তত ছোট সাইজের Xiaomi 16 Pro Compact ভার্সনটি চীনের বাইরে পাওয়া যেতে পারে।