Tuesday, October 7, 2025
HomeXiaomi 15T ও 15T Pro-এর দাম ফাঁস, ইউরোপে কত দামে মিলবে নতুন...

Xiaomi 15T ও 15T Pro-এর দাম ফাঁস, ইউরোপে কত দামে মিলবে নতুন ফ্ল্যাগশিপ?

শাওমি খুব শিগগিরই বাজারে আনছে তাদের নতুন ফ্ল্যাগশিপ Xiaomi 15T ও 15T Pro। অফিসিয়াল লঞ্চের আগেই ইউরোপে ফোন দুটির দাম ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। এবার থাকছে শক্তিশালী ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি ও সুপার-ফাস্ট চার্জিং সুবিধা।

ইউরোপে কত দামে আসছে Xiaomi 15T সিরিজ

লিক হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 15T আসবে একটিই ভ্যারিয়েন্টে-১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, দাম হবে €649। অন্যদিকে Xiaomi 15T Pro থাকছে দুটি ভ্যারিয়েন্টে-২৫৬ জিবির দাম €799 এবং ৫১২ জিবির দাম €899। দুটি মডেলই গ্রে, ব্ল্যাক ও গোল্ড কালারে পাওয়া যাবে।

ক্যামেরায় বড় চমক

Xiaomi 15T Pro-তে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা-৫০ মেগাপিক্সেল মূল সেন্সর (OmniVision OVX9100) ৫০ মেগাপিক্সেল টেলিফটো (Samsung ISOCELL JN5) এবং ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড। অন্যদিকে, Xiaomi 15T মডেলে মূল ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে OmniVision OVX8000 সেন্সর।

ব্যাটারি ও চার্জিং সুবিধা

দুটি ফোনেই থাকছে ৫,৫০০ mAh ব্যাটারি। তবে চার্জিং স্পিডে পার্থক্য আছে-15T Pro সাপোর্ট করবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং, আর 15T মডেল সীমিত থাকবে ৬৭ ওয়াট চার্জিং-এ।

পারফরম্যান্স ও চিপসেট

Geekbench ডাটাবেজে দেখা গেছে, Xiaomi 15T Pro আসছে MediaTek Dimensity 9400+ চিপসেট নিয়ে। এটি আসলে Redmi K80 Ultra মডেলের ভিত্তিতে তৈরি হলেও ক্যামেরা ও ব্যাটারিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ফোনটিতে থাকছে ১২ জিবি র‍্যাম, এবং ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট স্টোরেজ অপশন।

লঞ্চের সময় ও গ্লোবাল মার্কেট

থাইল্যান্ডের NBTC ও সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে ইতিমধ্যে Xiaomi 15T ও 15T Pro তালিকাভুক্ত হয়েছে। ফলে আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যেই ফোন দুটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। আগের বছরের মতো এবারও ফোন দুটি গ্লোবাল মার্কেটে আসবে বলেই ধারণা করা হচ্ছে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ