শাওমি খুব শিগগিরই বাজারে আনছে তাদের নতুন ফ্ল্যাগশিপ Xiaomi 15T ও 15T Pro। অফিসিয়াল লঞ্চের আগেই ইউরোপে ফোন দুটির দাম ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। এবার থাকছে শক্তিশালী ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি ও সুপার-ফাস্ট চার্জিং সুবিধা।
ইউরোপে কত দামে আসছে Xiaomi 15T সিরিজ
লিক হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 15T আসবে একটিই ভ্যারিয়েন্টে-১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, দাম হবে €649। অন্যদিকে Xiaomi 15T Pro থাকছে দুটি ভ্যারিয়েন্টে-২৫৬ জিবির দাম €799 এবং ৫১২ জিবির দাম €899। দুটি মডেলই গ্রে, ব্ল্যাক ও গোল্ড কালারে পাওয়া যাবে।
ক্যামেরায় বড় চমক
Xiaomi 15T Pro-তে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা-৫০ মেগাপিক্সেল মূল সেন্সর (OmniVision OVX9100) ৫০ মেগাপিক্সেল টেলিফটো (Samsung ISOCELL JN5) এবং ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড। অন্যদিকে, Xiaomi 15T মডেলে মূল ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে OmniVision OVX8000 সেন্সর।
ব্যাটারি ও চার্জিং সুবিধা
দুটি ফোনেই থাকছে ৫,৫০০ mAh ব্যাটারি। তবে চার্জিং স্পিডে পার্থক্য আছে-15T Pro সাপোর্ট করবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং, আর 15T মডেল সীমিত থাকবে ৬৭ ওয়াট চার্জিং-এ।
পারফরম্যান্স ও চিপসেট
Geekbench ডাটাবেজে দেখা গেছে, Xiaomi 15T Pro আসছে MediaTek Dimensity 9400+ চিপসেট নিয়ে। এটি আসলে Redmi K80 Ultra মডেলের ভিত্তিতে তৈরি হলেও ক্যামেরা ও ব্যাটারিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ফোনটিতে থাকছে ১২ জিবি র্যাম, এবং ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট স্টোরেজ অপশন।
লঞ্চের সময় ও গ্লোবাল মার্কেট
থাইল্যান্ডের NBTC ও সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে ইতিমধ্যে Xiaomi 15T ও 15T Pro তালিকাভুক্ত হয়েছে। ফলে আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যেই ফোন দুটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। আগের বছরের মতো এবারও ফোন দুটি গ্লোবাল মার্কেটে আসবে বলেই ধারণা করা হচ্ছে।