WhatsApp Update নিয়ে আসছে নতুন ৫টি ফিচার
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন একটি আপডেট। যার ফলে পাঁচটি ফিচার নতুন যুক্ত হয়েছে। whatsapp অ্যাপ এর মধ্য কোন ৫টি ফিচার নতুন add করা হয়েছে সে বিষয় নিয়ে আজকের পোস্ট।
প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। তারপর প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। তাহলেই কিন্তু আপনি নতুন ফিচারগুলো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের।
মোবাইলে আইপিএল ২০২৪ লাইভ দেখার অ্যাপস | IPL Live Match 2023
এআই দিয়ে মুভি তৈরি করে মাসে ৫০ হাজার টাকা আয়
এই ধরনের সকল টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।
WhatsApp এর ৫টি নতুন ফিচার
1. Icon Add:
আমরা তখন 3Dot মেনুর পর ক্লিক করতাম তখন নরমাল ভাবে অপসন গুলো দেখা যেত। কিন্তু এখন আপডেট করার পর whatsapp আইকন এড করছে আরো ভালো করে বোঝার জন্য।
2. Emoji Search:
আপডেট এর আগে আমরা যখন চ্যাটিং করতাম তখন চ্যাটিং এর টেক্সট এর সাথে বা চ্যাটিং এ ইমোজি বেছে বেছে সেন্ড করতে হত। কিন্তু এখন আপনি একটি সার্স অপসন পাবেন যেখানে আপনি যে ইমোজি লিখবেন সেই ইমোজি আপনার কাছে সো করবে। আর বাছতে হবে না এটাই নতুন আপডেট এর নতুন ফিচার।
3. Profile Picture Screenshots:
WhatsApp নতুন করে সিকিউরিটি নিয়ে আসছে। যে আপনার প্রোফাইল পিকচার কেউ স্ক্রিনশট করে নিতে পারবে না। কিন্তু এখানেও তাদের ভুল রয়েছে। তাহলে যখন আপনি কারো প্রোফাইল পিকচারে উপর ক্লিক করবেন তখন যে ছোট আকারে পিকচারটি ওপেন হবে সেটি স্ক্রিনশট নিতে পারবেন। কিন্তু ছবিটি ফুল প্রিভিউতে গিয়ে কোন স্ক্রিনশট নিতে পারবেন না।
4. Timeline Active:
আগে আমরা যখন কারো সাথে চ্যাটিং বা কল করি তখন তার সাথে আবার চ্যাটিং করতে গেলে দেখা যেত কতদিন আগে অনলাইনে ছিল। কিন্তু এখন আপডেটের ফলে ২৪ ঘন্টার মধ্যে যদি সে একটিভ না থাকে তাহলে সেখানে লেখা উঠবে End-to-End encrypted.
5. Scan QR Code:
হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপ্লিকেশন এর মধ্য Scan QR কোড অপশনটি চালু করেছে। এই অপশনটি দিয়ে আপনি যেকোনো পেমেন্ট করতে পারবেন। তবে এই সুবিধাটা বেশি পাবে ইন্ডিয়া। তবে আরও বিভিন্ন কাজে Scan QR Code অপশনটি ব্যবহৃত হবে।