
২০২৫ সালের চমক দেওয়ার জন্য বলিউডের নতুন সিনেমা আসতে চলেছে। আর প্রতিবছরের মতো এই বছরও ধামাকা নিয়ে আসছে “War 2” মুভি। এই মুভিতে প্রথমবারের মতো অভিনয় করবেন হৃতিক রোশন ও এনটিআর জুনিয়র। কি গল্প থাকছে এই মুভিটিতে তা জানুন?
War 2 সিনেমার মুক্তির তারিখ ও বড়সড় চমক
২০২৫ সালের ১৪ই আগস্ট “War 2” মুভিটি মুক্তি পেতে চলেছে। আরে মুভিটি মুক্তি পাবে বড় পর্দার সবচেয়ে বড় IMAX ফরম্যাটে। এই সিনেমাটি IMAX থিয়েটারগুলোতে একটানা চলবে।
War 2 মুভিটি কারা বানিয়েছেন?
War 2 মুভিটি এখন ২০২৫ সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা হিসেবে ব্যাপক আলোচনা ঝড় তুলেছে। আর এই মুভিটি পরিচালিত করেছেন খ্যাতনামা নির্মাতা আয়ান মুখার্জি। মুভিটির প্রযোজিত আদিত্য চোপড়া এবং War 2 কিয়ারা আদভানি যুক্ত হয়েছেন YRF Spy Universe-এ তার ক্যারিয়ারের সবচেয়ে ভয়ংকর চরিত্রে।
এই সিনেমায় থাকবে চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্য এবং হৃদয় আবেগ সংমিশ্রণ কাহিনী। আর এই মুভির কাহিনী ঘটবে বিক্রম ও কবীর এর মধ্যে বড়োসড় সংঘর্ষের মাধ্যমে। তাদের এই সংঘর্ষে সমগ্র পৃথিবী হয়ে উঠবে রক্তাক্ত যুদ্ধক্ষেত্র। এই মুভিটিতে থাকবে অসম্ভব সিদ্ধান্ত এবং চরম মূল্য প্রতিশোধের বাস্তবতা নিয়ে।
হৃতিক রোশন বনাম এনটিআর কেন ভিন্ন রুপে পর্দায়?

War 2 মুভিটি দর্শকদের চমক দেওয়ার জন্য এবার ভিন্নরূপে পর্দায় থাকবে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর। তবে তাদের মধ্যে কখনই মিল পাওয়া যাবে না থাকবে শুধু প্রতিশোধ। এবার ভিন্নরূপে পর্দায় ফিরছেন কবীর, তবে এখানে কবির নাম হল হৃতিক রোশনের। আর এই মুভিটির ভারতের সবচেয়ে বড় ভিলেন থাকবে হৃতিক রোশন। যা কিনা দর্শকদের অনেক মন মাতাবে তাদের কাহিনীগুলো দিয়ে। এই সিনেমাটার ভরপুর থাকবে অসম্ভব সিদ্ধান্ত ও তীব্র আবেগ।
YRF Spy Universe-এ War 2 এর অবস্থান ও গুরুত্বপূর্ণ
War 2 মুভিটি কে অনলাইনে এবং অফলাইনে পরিচালিত করবে YRF Spy Universe. YRF হল ইয়াশ রাজ ফিল্মস তারা সব সময় দর্শকদের বড় ধরনের চমক দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে এই মুভিগুলো প্রচার করে থাকেন। এখানে হৃতিক রোশন ও এনটিআর জুনিয়র দুইজন একই সঙ্গে থাকলেও তাদের দিয়ে কখনোই একসঙ্গে প্রচার প্রচারণা করবেন না। তাদের দুজনকেই ভিন্নভাবে প্রচার করবেন যাতে দর্শকদের বড় ধরনের চমক দিতে পারে। সে কারণে মুভিটি মুক্তি না পাওয়া পর্যন্ত একসঙ্গে কোন মঞ্চে তাদের দেখা যাবে না।
আরো দেখুন: চেনা খোলস ছেড়ে ঢাকার ত্রাস ‘কালা জাহাঙ্গীর’! আসছে শাকিবের নতুন অবতার।
বলিউডের ব্লকবাস্টার মুভিগুলোর মধ্য এটি ২০২৫ সালের অন্যতম
পিছনে ফিরে তাকালে দেখতে পারি আমরা, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল দঙ্গল ও বাহুবলী ২ তখনকার সময়ের সূচনা করেছিল। ২০২২ সালে মুক্তি পায় KGF 2 ও RRR এবং ২০২৩ সালে মুক্তি পায় জাওয়ান ও পাঠান। তারপর ২০২৪ সালে মুক্তি পায় কল্কি ২৮৯৮ AD ও পুষ্পা ২ আর ২০২৫ সালে এসে মুক্তি পাবে War 2 যা কিনা আগের থেকে এটায় বেশি রোমাঞ্চকর গল্প থাকবে।
War 2 কি ১০০০ কোটি রুপি ছাড়াতে পারবে?
War 2 মুভিতে যে গল্প রয়েছে তা আসলে দর্শকদের মন কাড়বেন তাতে বিশ্লেষকরা মনে করেন এই মুভিটা এবার হয়তো প্রথম ১০০০ কোটি রুপির ঘড় ছাড়াবে প্রথম চমকেই। এই মুহূর্তে আগের ব্লকবাস্টার মুভিগুলোর মতোই এই মুভিটি মানদন্ড তৈরি করেছে। এ থেকে বোঝা যায় এই মুভিটার সাফল্য অনেকদূর পর্যন্ত পৌঁছাবে।
War 2 হাইলাইট

ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার পর্দায় মুখোমুখি হচ্ছেন সুপারস্টার হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর, আর তা হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘War 2’-তে। আয়ান মুখার্জি পরিচালিত এই মেগা প্রজেক্টটি YRF Spy Universe-এর ষষ্ঠ কিস্তি, যার মুক্তির তারিখ ১৪ আগস্ট, ২০২৫।
IMAX ফরম্যাটে রিলিজ হওয়া সিনেমাটি দর্শকদের জন্য নিয়ে আসছে চোখ ধাঁধানো অ্যাকশন, মন কাঁদানো আবেগ এবং বৈশ্বিক মাপের সংঘর্ষ। Fandango প্রকাশিত কাহিনিচিত্রে দেখা যায়, এজেন্ট কবীর (হৃতিক) হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে ভয়ংকর ভিলেন, যার বিরুদ্ধে লড়তে মাঠে নামছেন দুর্ধর্ষ এজেন্ট বিক্রম (এনটিআর)। ভক্তদের উত্তেজনা বাড়াতে YRF গ্রহণ করেছে এক অভিনব প্রচারণা কৌশল—মুক্তির আগ পর্যন্ত দুই তারকাকে কখনো একসাথে দেখা যাবে না।
এই স্ট্র্যাটেজি দর্শকদের মনে দ্বন্দ্বের রোমাঞ্চ আরও বাড়িয়ে দেবে। ব্লকবাস্টার হতে যাওয়া এই সিনেমাটি ২০২৫ সালের ₹১০০০ কোটির ক্লাবের সবচেয়ে বড় দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। Kiara Advani যুক্ত হচ্ছেন এই স্পাই ইউনিভার্সে এক ভিন্নধর্মী চরিত্রে। সিনেমা প্রেমীরা এখন থেকেই War 2–কে বলছেন “The Next Big Thing in Indian Cinema”