এই ধরনের সকল মোবাইল এর টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।
Pros And Cons Of Phones
Pros
Chipset
AMOLED
HSPA, LTE, 5G
120Hz
Cons
NFC
3.5mm jack
Card slot
Radio
Vivo Y200 Pro স্পেসিফিকেশন, এর দাম ও পর্যালোচনা
Vivo নিয়ে আসছে নতুন স্মার্টফোন Vivo Y200 Pro. ফোনটিতে রয়েছে ৫-জি নেটওয়ার্ক। ফোনটি মার্কেটে লঞ্চ করা হয়েছে ২১ মে ২০২৪ তারিখে। ফোনটির ওজন ১৭২ গ্রাম থেকে ১৮৩ গ্রাম হতে পারে এবং ফোনটিতে ডুয়েল সিম কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনটির ডিসপ্লে রয়েছে AMOLED এর স্কীন রিফ্রেশ রেট 120Hz সাইজ ৬.৭৮ ইঞ্চি।
ডিসপ্লে রেজুলেশন 1080 x 2400 pixels ও ডিনসিটি 388 ppi. ফোনটির OS এর ভার্সন Android 14 থেকে শুরু এবং এর কাস্টম UI হল Funtouch 14. এই ফোনে প্রসেসর রয়েছে Qualcomm SM6375 Snapdragon 695 5G (6 nm) ও CPU হল Octa-core (2×2.2 GHz Kryo 660 Gold & 6×1.8 GHz Kryo 660 Silver) এবং GPU হল Adreno 619. ফোনটির র্যাম থাকছে ৮ জিবি এবং স্টোরেজ ১২৮জিবি এর।
এই ফোনে ডুয়েল ক্যামেরা আছে যার মেগাপিক্সেল ৬৪+২ এবং সেলফি ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল। ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p@30fps রেজুলেশনে। এই ফোনের Loudspeaker থাকছে USB Type-C, OTG. এই ফোনটির ডিসপ্লে এর উপর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এছাড়া ব্যাটারি 5000mAh এর সাথে 44W এর ফাস্ট চাজিং সমথর্ন। এই ফোনের কালার রয়েছে ২টি যেমন: সিল্ক কালো, সিল্ক সবুজ। ফোনটির দাম বাংলাদেশে ৩৫,৪৯৯ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে মোট ১টি স্টোরেজের ফোন।
Vivo Y200 Pro সম্পর্কে আপনার প্রশ্ন এবং আমাদের মতামত
এই ফোনে কি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে?
হ্যাঁ, Vivo Y200 Pro ফোনে ৫-জি, ৪-জি, ৩জি, ২জি নেটওয়ার্ক রয়েছে।
এই ফোনটি কবে মুক্তি পাবে?
Vivo Y200 Pro ফোনটি মে মাসের শেষে মুক্তি পাবে।
এই ফোনে কোন ডিসপ্লে প্যানেল রয়েছে?
Vivo Y200 Pro ফোনে AMOLED ডিসপ্লে রয়েছে।
এই ফোনে কি প্রসেসর ও চিপসেট ব্যবহার করা হয়েছে?
Vivo Y200 Pro ফোনে চিপসেট Qualcomm SM6375 Snapdragon 695 5G (6 nm)
এই ফোনে কত জিবি র্যাম ও রোম রয়েছে?
Vivo Y200 Pro ফোনের র্যাম ৮ জিবি এবং স্টোরেজ ১২৮ জিবি।
এই ফোনের ব্যাটারির ক্ষমতা কত?
Vivo Y200 Pro ফোনের ব্যাটারি 5000mAh এর সাথে 44W এর চাজিং।
এই ফোনের ক্যামেরা কত মেগাপিক্সেল?
Vivo Y200 Pro ফোনের মেইন ডুয়েল ক্যামেরা ৬৪মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
এই ফোনের দাম কত হতে পারে?
Vivo Y200 Pro ফোনটি বাংলাদেশে ৩৫,৫০০ টাকা হতে পারে ১টি ফোন।
Vivo Y200 Pro ফোনটি কেন কিনবেন
আপনার বাজেট যদি ৩৬ হাজার হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। এই ফোনটির চিপসেট খুবই শক্তিশালী যা দিয়ে অনলাইনের ভারী গেমস খেলতে পারবেন। এছাড়া ভালো ভিডিও রেকর্ড করা যাবে। সবচেয়ে বড় ব্যাপার এই ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz যা স্কীনে দ্রুত গতিতে যেকোন কাজ করতে পারবেন। এছাড়া মিড রেন্জের বাজেটে এই ফোনটি সেরা মার্কেটে। এটা হয়তো মার্কেট কাপানো ফোন হতে পারে। এছাড়া ফোনে বেশ বড় ব্যাটারি রয়েছে সাথে 44 ওয়ার্ডের চার্জার।