এই ধরনের সকল মোবাইল এর টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।
Pros And Cons Of Phones
Pros
Mediatek Dimensity 9300+ (4 nm)
LTPO AMOLED
HSPA, LTE, 5G
5160 mAh, 120W wired
NFC
8K, 4K, 1080p, gyro-EIS
Cons
3.5mm jack
Radio
SELFIE CAMERA Low
Card slot
Vivo iQOO Neo9s Pro স্পেসিফিকেশন, এর দাম ও পর্যালোচনা
Vivo নিয়ে আসছে নতুন স্মার্টফোন Vivo iQOO Neo9s Pro. ফোনটিতে রয়েছে ৫-জি নেটওয়ার্ক। ফোনটি মার্কেটে লঞ্চ করা হয়েছে ২০ মে ২০২৪ তারিখে। ফোনটির ওজন ১৯০ গ্রাম থেকে ১৯৬ গ্রাম হতে পারে এবং ফোনটিতে ডুয়েল সিম কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনটির ডিসপ্লে রয়েছে LTPO AMOLED এর স্কীন রিফ্রেশ রেট 144Hz সাইজ ৬.৭৮ ইঞ্চি।
ডিসপ্লে রেজুলেশন 1260 x 2800 pixels ও ডিনসিটি 453 ppi. ফোনটির OS এর ভার্সন Android 14 থেকে শুরু এবং এর কাস্টম UI হল OriginOS 4. এই ফোনে প্রসেসর রয়েছে Mediatek Dimensity 9300+ (4 nm) ও CPU হল Octa-core (1×3.4 GHz Cortex-X4 & 3×2.85 GHz Cortex-X4 & 4×2.0 GHz Cortex-A720) এবং GPU হল Immortalis-G720 MC12. ফোনটির র্যাম থাকছে ১২ জিবি ও ১৬ জিবি এবং স্টোরেজ ২৫৬জিবি, ৫১২জিবি, ১টিটাবাইট এর।
এই ফোনে ডুয়েল ক্যামেরা আছে যার মেগাপিক্সেল ৫০+৫০ এবং সেলফি ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল। ভিডিও রেকর্ড করতে পারবেন 8K রেজুলেশনে। এই ফোনের Loudspeaker থাকছে NFC. এই ফোনটির ডিসপ্লে এর উপর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এছাড়া ব্যাটারি 5160mAh এর সাথে 120W এর ফাস্ট চাজিং সমথর্ন যা মাত্র ৯ মিনিটে ৪০% চার্জ করতে সক্ষম। এই ফোনের কালার রয়েছে ৩টি যেমন: কালো, সাদা, লাল। ফোনটির দাম বাংলাদেশে ৪৩ হাজার থেকে ৫১ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে মোট ৪টি স্টোরেজের ফোন।
Vivo iQOO Neo9s Pro সম্পর্কে আপনার প্রশ্ন এবং আমাদের মতামত
এই ফোনে কি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে?
হ্যাঁ, Vivo iQOO Neo9s Pro ফোনে ৫-জি, ৪-জি, ৩জি, ২জি নেটওয়ার্ক রয়েছে।
এই ফোনটি কবে মুক্তি পাবে?
Vivo iQOO Neo9s Pro ফোনটি মে মাসের শেষে মুক্তি পাবে।
এই ফোনে কোন ডিসপ্লে প্যানেল রয়েছে?
Vivo iQOO Neo9s Pro ফোনে LTPO AMOLED ডিসপ্লে রয়েছে।
এই ফোনে কি প্রসেসর ও চিপসেট ব্যবহার করা হয়েছে?
Vivo iQOO Neo9s Pro ফোনে চিপসেট Mediatek Dimensity 9300+ (4 nm)
এই ফোনে কত জিবি র্যাম ও রোম রয়েছে?
Vivo iQOO Neo9s Pro ফোনের র্যাম ১২ ও ১৬ জিবি এবং স্টোরেজ ২৫৬,৫১২ জিবি ও ১টিবি।
এই ফোনের ব্যাটারির ক্ষমতা কত?
Vivo iQOO Neo9s Pro ফোনের ব্যাটারি 5160mAh এর সাথে 120W এর চাজিং।
এই ফোনের ক্যামেরা কত মেগাপিক্সেল?
Vivo iQOO Neo9s Pro ফোনের মেইন ডুয়েল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
এই ফোনের দাম কত হতে পারে?
Vivo iQOO Neo9s Pro ফোনটি বাংলাদেশে ৪৩ হাজার থেকে ৫১ হাজার টাকা হতে পারে ৪টি ফোন।
Vivo iQOO Neo9s Pro ফোনটি কেন কিনবেন
আপনার বাজেট যদি ৪৩ হাজার থেকে ৫৩ হাজার হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। এই ফোনটির চিপসেট খুবই শক্তিশালী যা দিয়ে অনলাইনের ভারী গেমস খেলতে পারবেন। এছাড়া ভালো ভিডিও রেকর্ড করা যাবে। সবচেয়ে বড় ব্যাপার এই ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট 144Hz যা স্কীনে দ্রুত গতিতে যেকোন কাজ করতে পারবেন। এছাড়া মিড রেন্জের বাজেটে এই ফোনটি সেরা মার্কেটে। এটা হয়তো মার্কেট কাপানো ফোন হতে পারে। এছাড়া ফোনে বেশ বড় ব্যাটারি রয়েছে সাথে ১২০ ওয়ার্ডের চার্জার। ফোনটি দিয়ে 8K রেজুলেশন এর ভিডিও রেকর্ড করতে পারবেন।