Saturday, October 18, 2025
HomeVivo V60 Lite 5G আসছে শিগগিরই: ফাঁস হলো ডিজাইন ও ফিচার

Vivo V60 Lite 5G আসছে শিগগিরই: ফাঁস হলো ডিজাইন ও ফিচার

ভিভো তাদের নতুন ভি-সিরিজ শুরু করেছিল শুধুমাত্র Vivo V60 মডেল দিয়ে। তবে নতুন তথ্য অনুযায়ী, এই লাইনআপ আর একক মডেলেই সীমাবদ্ধ থাকছে না। শিগগিরই আসছে Vivo V60 Lite, যা বাজারে ৪জি ও ৫জি – উভয় ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। ইতোমধ্যে Vivo V60 Lite 5G-এর ডিজাইন ও সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

লিক হওয়া রেন্ডার অনুযায়ী, এই ফোনের ডিজাইন মূলত Vivo V60-এর মতোই রাখা হয়েছে। পাতলা বেজেল, ফ্রন্টে পাঞ্চ-হোল কাটআউট এবং ব্যাক প্যানেলে উল্লম্বভাবে সাজানো ক্যামেরা মডিউল—সব মিলিয়ে ফোনটি অনেকটাই প্রিমিয়াম লুক দিচ্ছে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি AMOLED প্যানেল, যেখানে থাকবে 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 3,000 nits ব্রাইটনেস। এই ডিসপ্লে কোয়ালিটি ও রিফ্রেশ রেট দেখে বোঝা যাচ্ছে, ফোনটি কিছুটা Vivo V29 সিরিজ অথবা iQOO Neo সিরিজের মিড-রেঞ্জ মডেলগুলোর মতো হবে।

পারফরম্যান্সের দিক থেকে MediaTek Dimensity 7300 চিপ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। গিকবেঞ্চ টেস্টে এটি সিঙ্গেল কোরে 939 এবং মাল্টি কোরে 2,527 স্কোর করেছে। অন্যদিকে, এর ৪জি ভ্যারিয়েন্টে থাকতে পারে Snapdragon 685, যার স্কোর তুলনামূলক কম। পারফরম্যান্স সেগমেন্টে ফোনটি কিছুটা Realme 12x 5G বা Redmi Note 13 সিরিজের মিড-লেভেল ভ্যারিয়েন্টের কাছাকাছি অবস্থানে থাকবে বলে মনে হচ্ছে।

ক্যামেরা সেটআপে বড় কোনো চমক নেই। এতে থাকছে 50MP মেইন সেন্সর ও 2MP সেকেন্ডারি লেন্স। সেলফি ও ভিডিও কলে ব্যবহারকারীরা পাবেন 32MP ফ্রন্ট ক্যামেরা। তবে এখানে Zeiss ব্র্যান্ডিং অনুপস্থিত, যা Vivo V60-এর বিশেষ বৈশিষ্ট্য ছিল। সফটওয়্যারের দিক থেকে ফোনটিতে থাকছে Android 15 ভিত্তিক Funtouch OS 15।

লিক হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকছে 5G কানেক্টিভিটি, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.4, NFC, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও IP69 রেটিং। সব মিলিয়ে, এটি একটি ব্যালান্সড মিড-রেঞ্জ ফোন হিসেবে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

যদিও এখনো অফিসিয়ালি ঘোষণা আসেনি, ফোনটি ইতোমধ্যে SIRIM (Malaysia), EEC (Europe) ও Nemko সার্টিফিকেশন পেয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, এর লঞ্চিং আর খুব বেশি দূরে নয়। দাম ও সঠিক প্রাপ্যতা নিয়ে কোনো তথ্য না পাওয়া গেলেও, Vivo V60 Lite সম্ভবত বাজারে মিড-রেঞ্জ প্রাইস সেগমেন্টে জায়গা করে নেবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ