HomeAndroid Tipsযেকোন ফটো 4K-8K এডিটিং করুন মোবাইল দিয়ে | Viral 8K Enhance Editing...

যেকোন ফটো 4K-8K এডিটিং করুন মোবাইল দিয়ে | Viral 8K Enhance Editing 2024

Viral 8K Enhance Editing 2024

যেকোন ফটো 4K-8K এডিটিং করুন মোবাইল দিয়ে | Viral 8K Enhance Editing 2024

বন্ধুরা বর্তমানে আমরা টিকটকে 4K ও 8K রেজুলেশনে ফটো এডিটিং করা দেখতেছি। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে ও দেখতেছি 8K রেজুলেশনে ফটো এডিটিং করা। তাই কিভাবে আপনি নিজের ফটোকে 8K রেজুলেশনে ইনহান্স করবেন মোবাইল দিয়ে সেই বিষয়টি আজকের পোস্টে দেখাবো।

প্রথমে আপনি যেকোনো ব্রাউজার ওপেন করুন। সবচাইতে ভালো হয় আপনি যদি google কোর্মা ব্রাউজার ব্যবহার করেন। আপনি গুগল ক্রোমা ব্রাউজারে গিয়ে সার্চ করুন ” Krea ai ” লিখে। তাহলে আপনার কাছে krea ai এর অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে।

যেকোন ফটো 4K-8K এডিটিং করুন মোবাইল দিয়ে | Viral 8K Enhance Editing 2024
  • ওয়েবসাইটটিতে ক্লিক করে ওপেন করুন এবং ওয়েবসাইটের হোমপেজের উপরে “Sign In” বাটনে ক্লিক করুন।
যেকোন ফটো 4K-8K এডিটিং করুন মোবাইল দিয়ে | Viral 8K Enhance Editing 2024
  • তাহলে আপনার কাছে অ্যাকাউন্ট খোলার জন্য দুটি অপশন চলে আসবে। ১. আপনি আপনার গুগল একাউন্ট দিয়ে অটোমেটিক একাউন্টটি খুলে নিতে পারবেন ২. অথবা আপনি চাইলে ম্যানুয়ালিভাবে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করে।
  • একাউন্ট হয়ে গেলে আপনাকে সরাসরি হোমপেজে নিয়ে আসবে। এরপর আপনি হোম পেজের উপরে বাম পাশে “3Dot” বাটন পাবেন। সেই বাটনে ক্লিক করলে আপনার কাছে ৩টি অপসন চলে আসবে।
যেকোন ফটো 4K-8K এডিটিং করুন মোবাইল দিয়ে | Viral 8K Enhance Editing 2024
  • যেহেতু আমরা ছবি ইনহান্স করে 8K রেজুলেশন এর তৈরি করব সেহুতো আমাদেরকে ” Enhance ” বাটনে ক্লিক করতে হবে।
  • তারপর একটি হোমপেজ চলে আসবে। সেখানে আরতি চাইলে আপনার ফোন থেকে ছবি আপলোড করে সেই ছবিটি ইন হেল্প করতে পারবেন। অথবা আপনি চাইলে প্রএমটি লিখে ছবি জেনারেট করে নিতে পারেন।
  • তোর যেহেতু আমরা নিজেদের ফটো enhance করব সেহুতো আমাদেরকে ” Upload ” অপসনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সেই ছবিটি কে সিলেক্ট করে নিয়ে আসুন।
  • ছবিটি আপলোড করার পর নিচে দেখুন কিছু সেটিং রয়েছে। সেখানে রয়েছে ছবিটি আপনি কত গুন Upscale করতে চান সেটি সিলেক্ট করুন 4x, 8x, 16x.
  • তারপর নিচে Ai সেটিং গুলো কমিয়ে বা বাড়িয়ে দিন যেটা আপনার প্রয়োজন তারপর ‘ Enhance ‘ বাটনে ক্লিক করুন।
যেকোন ফটো 4K-8K এডিটিং করুন মোবাইল দিয়ে | Viral 8K Enhance Editing 2024
  • ছবিটি সম্পূর্ণ হয়ে গেলে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার ছবিটি Download করে নিন।

এইভাবে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো ছবি আপস্কেল বা ইনহান্স করতে পারবেন।

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড সেরা ৫টি অ্যাপস ২০২৪

সর্বশেষে

এই ধরনের সকল Website পেতে এখনই আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।

Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles