ভারতের বাজারে লঞ্চ হলো TVS Apache RTR 160 4V এবং Apache RTR 200 4V। জনপ্রিয় এই দুই মডেল এবার এসেছে একেবারে নতুন সব ফিচার, আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় কালারের সমন্বয়ে। বাইক দুটি আগের তুলনায় আরও প্রিমিয়াম লুক ও উন্নত পারফরম্যান্স নিয়ে হাজির হয়েছে।
নতুন ডিজাইন ও প্রযুক্তি
নতুন Apache RTR 160 4V ও 200 4V মডেলে যুক্ত করা হয়েছে Class-D প্রজেক্টর হেডলাইট এবং LED ডে-টাইম রানিং লাইট (DRL), যা আগে শুধু Apache RTR 310-এ পাওয়া যেত। ফলে রাতের আঁধারেও আলোর উজ্জ্বলতা ও দৃশ্যমানতা হবে আরও উন্নত।
এছাড়া বাইকে আছে 5-ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে ক্লাস্টার, যেখানে ব্লুটুথ কানেকশন ও ভয়েস অ্যাসিস্ট সুবিধা যুক্ত করা হয়েছে, যা রাইডারদের অভিজ্ঞতাকে আরও স্মার্ট করে তুলবে।

নিরাপত্তায় বাড়তি গুরুত্ব
নিরাপত্তার জন্য বাইকটিতে সংযোজন করা হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা কঠিন পরিস্থিতিতেও টায়ারের গ্রিপ বজায় রাখতে সাহায্য করবে।
এছাড়া অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ যুক্ত করা হয়েছে, যা গিয়ার পরিবর্তনকে আরও মসৃণ করে এবং হঠাৎ ব্রেক করার সময় নিয়ন্ত্রণ ধরে রাখতে সহায়তা করবে।
আরো পড়ুন: Honda CB200X লঞ্চ! বাংলাদেশে এলো সাশ্রয়ী দামের নতুন অ্যাডভেঞ্চার বাইক
কালার ভ্যারিয়েন্ট
গ্রাহকদের পছন্দ মাথায় রেখে TVS নতুন কালার ভ্যারিয়েন্টও এনেছে।
- Apache RTR 160 4V পাওয়া যাবে: Racing Red, Marine Blue ও Matte Black রঙে।
- Apache RTR 200 4V পাওয়া যাবে: Matte Black ও Granite Grey রঙে।
নতুন এই কালার অপশন বাইক দুটিকে দিয়েছে আরও স্পোর্টি ও প্রিমিয়াম লুক।

দাম ও বাজার সম্ভাবনা
ভারতে Apache RTR 160 4V-এর দাম রাখা হয়েছে প্রায় ১.৪৭ লাখ রুপি এবং Apache RTR 200 4V-এর দাম প্রায় ১.৫৯ লাখ রুপি (দিল্লি শোরুম মূল্য)।
ডিজাইন, ফিচার ও পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করায় টিভিএস আশা করছে এই দুটি বাইক ভারতীয় বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে এবং প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।