বিশ্বের সবচেয়ে বড় ডিসপ্লেসমেন্ট ইঞ্জিনযুক্ত মোটরসাইকেল ট্রায়াম্ফ রকেট ৩-এর নতুন প্রজন্ম ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বাজারে আসে। আগের মডেলে ছিল ২,৩০০ সিসি ইঞ্জিন, যা নতুন প্রজন্মে বেড়ে দাঁড়িয়েছে ২,৫০০ সিসি-তে। এ কারণে এটি এখনো সিরিজ প্রোডাকশনে থাকা সবচেয়ে বড় ইঞ্জিনের মোটরসাইকেল হিসেবে পরিচিত।
শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স
ট্রায়াম্ফ রকেট ৩-এ ব্যবহৃত ২,৪৫৮ সিসি ইঞ্জিন থেকে পাওয়া যায় ১৮২ হর্সপাওয়ার শক্তি এবং বিশাল ২২৫ নিউটন-মিটার টর্ক। এ ইঞ্জিনের ক্ষমতা অনেক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (SUV)-এর ইঞ্জিনকেও ছাড়িয়ে গেছে। শুধু ইঞ্জিন নয়, বাইকটির পিছনের টায়ারও বিশাল— ২৪০-সেকশন, যা অনেক গাড়ির সমান।






দুটি ভ্যারিয়েন্ট: R ও GT
বাইকটি বাজারে এসেছে দুটি ভ্যারিয়েন্টে— R এবং GT।
- R ভ্যারিয়েন্টে রাইডারকে তুলনামূলকভাবে বেশি স্পোর্টি বা কমিটেড রাইডিং পজিশন দেয়।
- GT ভ্যারিয়েন্টে রয়েছে আরও আরামদায়ক রাইডিং সেটআপ, প্রশস্ত হ্যান্ডেলবার এবং সামনের দিকে সেট করা ফুটপেগ, যা দীর্ঘ ভ্রমণে বাড়তি স্বাচ্ছন্দ্য দেয়।
আরো পড়ুন:
ভারতের বাজারে স্টর্ম এডিশন
ভারতের বাজারে ট্রায়াম্ফ বর্তমানে শুধু রকেট ৩ স্টর্ম এডিশন বিক্রি করছে। এই সংস্করণটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা বেশি শক্তি উৎপাদন করে।
- রকেট ৩ আর এর দাম রাখা হয়েছে ২২.৪৯ লাখ রুপি
- রকেট ৩ জিটি এর দাম ২৩.০৯ লাখ রুপি
অসাধারণ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ট্রায়াম্ফ রকেট ৩ বাইকপ্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা দেবে। শক্তি ও বিলাসবহুল রাইডিংয়ের মিশেলে এটি আজও বিশ্বের অন্যতম সেরা ক্রুজার বাইক।