HomeAndroid Tips১০০% নিরাপদ সেরা ১০টি মোবাইল ব্রউজার - Top 10 safe browser

১০০% নিরাপদ সেরা ১০টি মোবাইল ব্রউজার – Top 10 safe browser

১০০% নিরাপদ সেরা ১০টি মোবাইল ব্রউজার - Top 10 safe browser

১০০% নিরাপদ সেরা ১০টি মোবাইল ব্রউজার – Top 10 safe browser

বন্ধুরা আমরা যেহেতু মোবাইল ব্যবহার করে থাকি সেহেতু আমাদের বাধ্যতামূলক ব্রাউজার ব্যবহার করতেই হবে। তাই বর্তমান প্লে স্টোরে অনেক ব্রাউজার রয়েছে। তবে এই সকল ব্রাউজার ১০০% নিরাপদ নয়। অনেক সময় বিভিন্ন খবরে বিভিন্ন ব্রাউজার সম্পর্কে দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা ব্যবহারকারীর গোপনীয় তথ্য ফাঁস এবং বিক্রি করে দেয়।

তাই আজকে আমি আপনাদেরকে এরা ১০ টি ব্রাউজার সম্পর্কে বলবো যেগুলো আপনি ১০০% নিরাপদে ব্যবহার করতে পারবেন। এই ব্রাউজার গুলো আপনার গোপনীয় তথ্যগুলো সুরক্ষা রাখবে। এছাড়া সাইবারে হ্যাকিং থেকে ও সুরক্ষা রাখতে সক্ষম।

তো বন্ধুরা আমাদের কিন্তু বিভিন্ন কাজের জন্য অনেকগুলো ব্রাউজার প্রয়োজন হয়ে থাকে। আর তখনই আমরা প্লে স্টোর থেকে যে ব্রাউজার এপ্লিকেশন পাই সেগুলোই ইন্সটল করে ফেলি। আর সেগুলো ব্যবহার করার ফলে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তাই আপনার ১০০% নিরাপদ ব্রাউজার অ্যাপসগুলো ব্যবহার করা উচিত। তাহলে বন্ধুরা দেখে নিন প্লে স্টোর এর মধ্য ১০০% নিরাপদ ব্রাউজার এপ্লিকেশন গুলো:

সেরা ১০টি ব্রাউজার

  • 1. Google Chroma
  • 2. Chroma Beta
  • 3. Chroma Dev

এই তিনটি মোবাইল ব্রাউজার অ্যাপস Google এর নিজের। তাই আপনি ১০০% নিরাপদে এই ৩টি ব্রাউজার ব্যবহার করতে পারেন। এই তিনটি ব্রাউজারে আপনি আলাদা আলাদা gmail লগইন করতে পারবেন। এ ছাড়া যতগুলো কাজ করবেন সবগুলোয় আলাদা আলাদা করতে পারবেন। আপনার যদি একই অ্যাকাউন্ট অনেকগুলো ব্রাউজারে লগইন করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু এই তিনটি অ্যাপসের মধ্যেই করতে পারবেন।

  • 4. Bing: Chat With Ai & GPT-4
  • 5. Microsoft Edge: Ai Browser

এই ২টি মোবাইল ব্রাউজার অ্যাপস Microsoft এর নিজের। তাই এই দুটি ব্রাউজার এপস ও ১০০% নিরাপদ ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এই দুটি ব্রাউজারে চাইলে আলাদা আলাদা কাজও করতে পারবেন।

বন্ধুরা আপনার যদি পাঁচটিরও বেশি ব্রাউজার প্রয়োজন হয়ে থাকে তাহলে নিচের পাঁচটি ব্রাউজার ব্যবহার করতে পারেন। এগুলোও ১০০% নিরাপদ ব্রাউজার কিন্তু ফিচারগুলো একটু আলাদা।

  • 6. Samsung Internet Browser

এই ব্রাউজারটি samsung ব্রান্ডের নিজস্ব ব্রাউজার। এই ব্রাউজারটি অটোমেটিক samsung smartphone গুলোয় ইন্সটল করা থাকে। তবে আপনি চাইলে যেকোনো ব্র্যান্ডের ফোনেই এই ব্রাজারটি ব্যবহার করতে পারবেন।

  • 7. Firefox Fast & Private Browser
  • 8. Opera Browser With Ai & Vpn

এই দুটি ব্রাউজার এক সময় খুবই জনপ্রিয় ছিল। তবে এখনো জনপ্রিয় আছে। তবে এই ব্রাউজারগুলো তবে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়।

  • 9. Phoenix – Fast & Safe
  • 10. Yandex Browser With Protect

বন্ধুরা উপরের ৮টি ব্রাউজার থেকেও বেশি ব্রাউজার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই দুটি ব্রাউজার ব্যবহার করতে পারেন। এই ব্রাউজার গুলো ১০০% নিরাপদ কারণ এখনো এই ব্রাউজারগুলো সম্পর্কে কোন অভিযোগ আসেনি।

বন্ধুরা আশা করি আমার পোস্ট থেকে আপনারা জানতে পারছেন, যে বর্তমানে ১০০% নিরাপদ ব্রাউজার কোনগুলো।

আপনার পছন্দের ব্রাউজার কোনটি তা কমেন্ট করে যানাবেন জাতি দেখতে চায়?

এআই দিয়ে মুভি তৈরি করে মাসে ৫০ হাজার টাকা আয়

এই ধরনের সকল টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

10,916FansLike
2,458FollowersFollow
28,198SubscribersSubscribe
- Advertisment -

Recent Post Read