নতুন দিল্লি: আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দান্না অভিনীত হরর-কমেডি ছবি ‘ঠাম্মা’ দেশজুড়ে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস জানিয়েছে, মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত ছবিটি উদ্বোধনী দিনে ২৫.১১ কোটি রুপি আয় করেছে।
শক্তিশালী সূচনা ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের পঞ্চম কিস্তিতে

‘ঠাম্মা’ হচ্ছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের পঞ্চম ছবি, যার আগের চারটি জনপ্রিয় কিস্তি ছিল ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’ এবং ‘স্ত্রী ২’। রোমাঞ্চকর প্রেমকাহিনিকে রক্তাক্ত এক পটভূমির সঙ্গে মিশিয়ে নির্মিত এই সিনেমাটি মঙ্গলবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ম্যাডক ফিল্মস তাদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে জানায়, “বক্স অফিস এখন ঠাম্মা-ফাইড! রোমাঞ্চ এখন বাস্তব,” — এমন ক্যাপশনসহ তারা একটি পোস্টার প্রকাশ করে, যেখানে দেখা যায় প্রথম দিনেই ছবির আয় ২৫.১১ কোটি রুপি।
গল্পে রোমাঞ্চ ও অতিপ্রাকৃতের মিশেল
ছবির মূল চরিত্র আলোক গোয়েল, একজন সাংবাদিক, যার জীবন অদ্ভুত মোড় নেয় পাহাড়ে রহস্যময় নারী তাড়কার সঙ্গে সাক্ষাতের পর। ওই নারী তাকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করলেও, এর পর থেকেই আলোকের জীবনে শুরু হয় অশরীরী রূপান্তর। তিনি রূপ নেন এক “বেতাল”-এ— এমন এক সত্তায়, যে বাধ্য হয় শতাব্দীকাল ধরে শৃঙ্খলিত এক প্রাচীন বেতাল যক্ষসনের মুখোমুখি হতে, যার লক্ষ্য পৃথিবীর ওপর পূর্ণ আধিপত্য স্থাপন।
আরো পড়ুন: ইতিহাসের প্রথম টাই বাংলাদেশের-সোহানের ক্যাচ কি বদলে দিল সবকিছু
ছবিতে আরও অভিনয় করেছেন পারেশ রাওয়াল ও গীতা আগরওয়াল শর্মা, যারা আলোকের বাবা-মায়ের চরিত্রে রয়েছেন।
নির্মাতা দল ও ভবিষ্যৎ পরিকল্পনা

‘ঠাম্মা’ পরিচালনা করেছেন *‘মুঞ্জ্যা’*খ্যাত আদিত্য সর্গোপদার, চিত্রনাট্য লিখেছেন নীরেন ভাট, সুরেশ ম্যাথিউ ও অরুণ ফালারা। ছবিটি প্রযোজনা করেছেন ম্যাডক ফিল্মসের প্রধান দিনেশ ভিজান ও নির্মাতা অমর কৌশিক।
সামনে আরও বড় পরিকল্পনা
ম্যাডক হরর কমেডি ইউনিভার্স আগামী দিনে আরও বিস্তৃত হতে চলেছে। নির্মাতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন নতুন কয়েকটি সিনেমা— ‘শক্তি শালিনী’, ‘ভেড়িয়া ২’, ‘চামুন্ডা’, ‘স্ত্রী ৩’ এবং ‘মহা মুঞ্জ্যা’। সিরিজের শেষ দুটি ছবি হিসেবে পরিকল্পনা করা হয়েছে ‘পেহলা মহাযুদ্ধ’ ও ‘দুসরা মহাযুদ্ধ’।
প্রথম দিনেই ২৫.১১ কোটি রুপি আয় করে ‘ঠাম্মা’ প্রমাণ করেছে, দর্শকরা এখনও ভরসা রাখেন কনটেন্টনির্ভর হরর-কমেডিতে। আগামী সপ্তাহে ছবির পারফরম্যান্সেই বোঝা যাবে, এটি ম্যাডক ইউনিভার্সের আরেকটি ব্লকবাস্টার হতে পারবে কি না।