৪ সেপ্টেম্বর ভারতে আসছে Tecno Pova Slim 5G, যা দাবি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা 5G স্মার্টফোন হিসেবে। মাত্র 5.75mm পুরুত্বের এই হ্যান্ডসেটটি আসবে কার্ভড ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও এআই ফিচারের সমন্বয়ে। Flipkart-এ এর জন্য ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট চালু করা হয়েছে।
Tecno Pova Slim 5G লঞ্চের তারিখ ও বিশেষত্ব
Tecno ঘোষণা করেছে যে তাদের নতুন ফ্ল্যাগশিপ Tecno Pova Slim 5G ভারতে আসছে ৪ সেপ্টেম্বর। এই স্মার্টফোনটি হবে বিশ্বের সবচেয়ে পাতলা 5G হ্যান্ডসেট, যার সাথে থাকছে প্রিমিয়াম কার্ভড ডিসপ্লে। আগের MWC ইভেন্টে Spark Slim কনসেপ্ট ফোন প্রদর্শন করা হয়েছিল, আর এখন সেটিই বাজারে আসছে Pova Slim 5G নামে।
Tecno Pova Slim 5G আসছে মাত্র 5.75mm পাতলা বডি নিয়ে, যা এটিকে আল্ট্রা-স্লিম স্মার্টফোন হিসেবে আলাদা করেছে। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চি OLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেটের সঙ্গে। এই ডিসপ্লে গেমিং ও কন্টেন্ট স্ট্রিমিংয়ের অভিজ্ঞতাকে করবে আরও মসৃণ ও ভিজ্যুয়ালি প্রিমিয়াম।
আরো দেখুন: Oppo A6 5G: বিশাল 6,830mAh ব্যাটারি সহ কম দামে আসছে নতুন ফ্ল্যাগশিপ
পাতলা হওয়া সত্ত্বেও Tecno Pova Slim 5G-তে থাকছে শক্তিশালী 5,200mAh ব্যাটারি। এর ফলে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হবে চার্জ নিয়ে চিন্তা ছাড়াই। ডিভাইসটিতে উচ্চগতির 5G কানেক্টিভিটি ও স্মার্ট পারফরম্যান্স অপ্টিমাইজেশন থাকছে, যা গেমার ও হেভি ইউজারদের জন্য উপযোগী।
এই হ্যান্ডসেটে থাকছে 50MP মেইন রিয়ার ক্যামেরা, যা পরিষ্কার ছবি ও ভিডিও ধারণে সক্ষম। Tecno-র নিজস্ব Ella AI Assistant থাকবে, যেখানে ভারতীয় ভাষার সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও AI Writing Assistant, Circle to Search এবং আরও কিছু স্মার্ট ফিচার যুক্ত হয়েছে, যা ইউজার এক্সপেরিয়েন্সকে করবে আরও সহজ ও স্মার্ট।
Tecno Pova Slim 5G-তে থাকছে বিশেষ No Network Communication ফিচার, যা নেটওয়ার্ক না থাকলেও কল করার সুযোগ দেবে। সম্প্রতি Infinix Hot 60 Pro+ পাতলা কার্ভড ডিসপ্লে ফোন হিসেবে Guinness World Record জিতেছে। এখন দেখা যাক, Tecno Pova Slim 5G তার আল্ট্রা-স্লিম ডিজাইন ও স্মার্ট ফিচার দিয়ে বাজারে কতটা জনপ্রিয়তা পায়।