টেকনো নিয়ে আসছে নতুন চমক – Tecno Pova Slim 5G
টেকনো তাদের নতুন স্মার্টফোন Pova Slim 5G ভারতের বাজারে আনতে চলেছে। নামেই বোঝা যাচ্ছে এটি হবে একটি অতিস্লিম ফোন, যার ডিজাইন ও ফিচার ইতিমধ্যেই টেকপ্রেমীদের নজর কাড়ছে। কোম্পানির পূর্বের Spark Slim মডেলের মতোই এটিও আল্ট্রা-থিন বডি ডিজাইনে আসছে।
লঞ্চ ও প্রাপ্যতা
ফোনটি আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে লঞ্চ হচ্ছে ৪ সেপ্টেম্বর দুপুর ২টায়। দাম এখনো প্রকাশ করা হয়নি, তবে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট চালু হয়েছে। সেখান থেকেই জানা যাচ্ছে, লঞ্চের পর এটি সরাসরি অনলাইনে কেনা যাবে।
ডিজাইন ও ডিসপ্লে
টেকনো জানিয়েছে, এটি হবে বিশ্বের সবচেয়ে পাতলা 3D কার্ভড ডিসপ্লে যুক্ত 5G স্মার্টফোন। রিপোর্ট অনুযায়ী, ফোনটির পুরুত্ব মাত্র ৫.৯৩ মিমি এবং ওজন প্রায় ১৫৬ গ্রাম। ডিসপ্লেতে থাকতে পারে AMOLED প্যানেল, ১৪৪Hz রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস ব্রাইটনেস। ডিজাইনের দিক থেকে এটি অনেকটা Motorola Edge 60 Neo বা অন্যান্য প্রিমিয়াম স্লিম মডেলের সাথে তুলনা করা যায়।
প্রসেসর ও সফটওয়্যার
ডিভাইসটিতে থাকছে MediaTek Dimensity 6400 চিপসেট এবং এটি চলবে Android 15-ভিত্তিক HiOS-এ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ফোনটির সঙ্গে আসছে টেকনোর নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট Ella AI, যা হিন্দি, মারাঠি ও তামিলসহ বিভিন্ন ভারতীয় ভাষা বুঝতে সক্ষম।
কানেক্টিভিটি ও বিশেষ ফিচার
টেকনো সবসময়ই কানেক্টিভিটির দিক থেকে নতুন কিছু আনতে চায়। এই ফোনে থাকছে No Network Communication, VoWi-Fi, 5G Carrier Aggregation (5G++) ও 5G High Bandwidth Optimization। অর্থাৎ দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন সংযোগ পাবেন।
ক্যামেরা ও ব্যাটারি
পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার চারপাশে রয়েছে Dynamic Mood Light ফোনে কল বা নোটিফিকেশন এলে এটি জ্বলে উঠবে। তবে ক্যামেরার বিস্তারিত স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি। ব্যাটারি সেকশনে থাকছে ৫,১৬০mAh ব্যাটারি, সঙ্গে ৪৫W ফাস্ট চার্জিং ও ১০W রিভার্স চার্জিং সাপোর্ট। পাশাপাশি এর IP54 রেটিং থাকছে, যা ধুলো ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা দেবে।
স্লিম ডিজাইন, শক্তিশালী প্রসেসর ও উন্নত কানেক্টিভিটি ফিচারসহ Tecno Pova Slim 5G নিঃসন্দেহে বাজারে নজর কাড়বে। যদিও সম্পূর্ণ দাম ও ক্যামেরা স্পেসিফিকেশন এখনো অজানা, তবে এর ডিজাইন ও ফিচার দেখে বোঝা যাচ্ছে এটি সরাসরি মিড-রেঞ্জ মার্কেটে প্রতিদ্বন্দ্বিতা করবে।