Tuesday, November 18, 2025
HomeSuzuki Katana: ভারতের বাজার থেকে বন্ধ ঘোষণা

Suzuki Katana: ভারতের বাজার থেকে বন্ধ ঘোষণা

ভারতের বাজার থেকে বন্ধ করা হলো সুজুকি কাটানা (Suzuki Katana)। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট থেকে মডেলটি সরিয়ে নিয়েছে এবং ডিলারদের নতুন কোনো বুকিং গ্রহণ না করার নির্দেশ দিয়েছে। বিক্রির হতাশাজনক পারফরম্যান্সের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সুজুকি। আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় হলেও ভারতের গ্রাহকদের মধ্যে কাঙ্ক্ষিত সাড়া পায়নি এই মোটরসাইকেল।

ডিজাইন ও দাম

Suzuki katana ভারতের বাজার থেকে বন্ধ ঘোষণা 3
Suzuki Katana. ছবি: সংগৃহীত

২০২২ সালে ভারতীয় বাজারে ১৩ লাখ ৬০ হাজার রুপি (এক্স-শোরুম) দামে কাটানা উন্মোচন করেছিল সুজুকি। ৮০-এর দশক অনুপ্রাণিত রেট্রো লুকের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও ভারতীয় গ্রাহকদের কাছে সেটি গ্রহণযোগ্যতা পায়নি। দেশটির বাইকাররা মূলত আক্রমণাত্মক লুক এবং রাস্তায় শক্তিশালী উপস্থিতি সম্পন্ন বড়সড় বাইককেই বেশি পছন্দ করেছেন।

আরো পড়ুন: Ducati Multistrada V2: একসঙ্গে ট্যুরিং, অ্যাডভেঞ্চার আর ডেইলি রাইডের সেরা সঙ্গী

ইঞ্জিন ও প্রযুক্তি

সুজুকি কাটানায় ছিল ৯৯৯ সিসির ইনলাইন-ফোর ইঞ্জিন, যা ১১ হাজার আরপিএম-এ ১৫০ হর্সপাওয়ার এবং ৯ হাজার ২৫০ আরপিএম-এ ১০৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করত। বিএস-৬ মানসম্মত এই ইঞ্জিন ছয়-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি এতে ছিল ট্র্যাকশন কন্ট্রোল, একাধিক রাইড মোড এবং লো-আরপিএম অ্যাসিস্টের মতো আধুনিক প্রযুক্তি।

Suzuki katana ভারতের বাজার থেকে বন্ধ ঘোষণা 1
Suzuki Katana. ছবি: সংগৃহীত

বাজার বাস্তবতা

সাধারণত সুজুকি ভারতের বাজারে বড়সড় বাইক বন্ধ করার সিদ্ধান্ত নেয় না। তবে কাটানার সীমিত চাহিদা এবং দুর্বল বিক্রয় দ্রুতই এর পরিণতি নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটি এখন এমন মডেলের ওপর নজর দেবে, যা ভারতের গ্রাহকদের চাহিদা ও রুচির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ