SSC Result 2024 Check All Board With Full Marksheet

SSC Result 2024 Check All Board With Full Marksheet – এসএসসি রেজাল্ট ২০২৪ (মার্কশীটসহ)

এসএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশ করা হবে ১২ই মে ২০২৪ তারিখে। যদিও বলা হয়েছে ৯ই মে তারিখ থেকে ১১মে তারিখ এর মধ্যে এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। তবে নিশ্চিন্তে থাকুন যে আপনার রেজাল্ট ১২ মে তারিখেই পেয়ে যাবেন। তাই আপনাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে ১২ই মে ২০২৪ তারিখে।

কিভাবে এসএসসি রেজাল্ট আপনার মোবাইল ফোন দিয়ে ঘরে বসে দেখবেন। মোবাইল ফোন দিয়ে আপনার রেজাল্টটি বের করে দেখতে পারবেন ৩টি উপায়ে। কোন কোন ৩টি উপায় আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার রেজাল্টটি সম্পূর্ণ দেখতে পারবেন সেটি আমি আপনাদেরকে আজকের পোস্টে জানাবো।

আপনি আপনার স্মার্টফোন দিয়ে আপনার রেজাল্ট চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি আপনার স্মার্টফোন দিয়ে যদি আপনার রেজাল্ট চেক করেন সেক্ষেত্রে আপনি আপনার রেজাল্টের মার্কশিট সহ সমস্ত সাবজেক্ট এর নাম্বার দেখতে পারবেন। এ জন্য আপনি ৩টি উপায় ব্যবহার করতে পারেন। যেমন- (১) ওয়েবসাইট (২) অ্যাপস (৩) এসএমএস।

আপনি এই তিনটি উপায় আপনার স্মার্টফোন দিয়ে আপনার রেজাল্ট সিটসহ চেক করতে পারবেন। এখন বলি এই তিনটি থেকে কোন উপায় দেখলে আপনার জন্য সবচাইতে সহজ হবে এবং আপনি খুব দ্রুত দেখতে পারবেন। সাধারণত সবকিছুতেই একসময় আপনি দেখতে পারবেন। তাই এটি মধ্য কোনটি আপনার কাছে বেস্ট হয় সেটি দেখে নিন।

১. এসএসসি রেজাল্ট চেক ওয়েবসাইটে

আপনি যদি ওয়েবসাইটে আপনার এসএসসি রেজাল্ট দেখতে চান তাহলে আপনি খুব সহজেই কিন্তু এখানে মার্কশিট সহ আপনার রেজাল্ট দেখতে পারবেন। সবচাইতে বেস্ট হয় আপনি যদি ওয়েবসাইট ব্যবহার করেন। এক্ষেত্রে আপনি সমস্ত মার্কশিট সহ দেখতে পারবেন। আর এটিই মূল একমাত্র উপায় যেটা ওয়েবসাইটে মার্কশীটসহ দেখতে পারেন।

Website Link:

২. এসএসসি রেজাল্ট চেক অ্যাপসে

আসলে যে অ্যাপসগুলো আপনারা play store পাবেন সে অ্যাপস গুলো মূলত কাজ করে ওয়েবসাইটের মাধ্যমে। এসএসসি রেজাল্ট চেক করার মূল সার্ভার হল educationboardresults.gov.bd এই ওয়েবসাইট। তাই আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা অ্যাপস ব্যবহার না করলেও পারেন। কারণ আপনি যে এগুলো অ্যাপস পাবেন সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন। আসলে যারা এই অ্যাপস গুলো বায়নায় তারা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে কনভার্ট করে নেয়। তাই আপনাদের জন্য আমার সাজেস্ট থাকবে যে আপনারা এক নাম্বার উপায় ব্যবহার করবেন। এক নাম্বারে রয়েছে ওয়েবসাইট। তবে অ্যাপসের মধ্যে কিছু বেশি ফিচার পাবেন।

৩. এসএসসি রেজাল্ট চেক এসএমএস এর মাধ্যমে

যদি আপনি এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্ট চেক করতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা প্রায় ২ টাকা ৫০ পয়সা খরচ হবে প্রতিটা এসএমএস এর জন্য। এছাড়া এখানে কিন্তু তেমন ভালো ও সুবিধা পাবেন না। যেমন আপনি এখানে শুধুমাত্র আপনার কত পয়েন্ট পেয়েছেন সেটি দেখতে পারবেন। এছাড়া আপনার প্রতিটা সাবজেক্টে রিপোর্ট নাম্বার দেওয়া থাকবে এবং প্রতিটা কোডের শেষে আপনার গ্রেট টি দেখতে পারবেন। তাই এ ক্ষেত্রে আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই আমি বলব যদি আপনার কাছে স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারেন।

বাটন ফোনে এসএসসি রেজাল্ট চেক এসএমএস এর মাধ্যমে

আমাদের আরেকটি বিকল্প উপায় হচ্ছে অনেকের কাছে বাটন ফোন থেকে থাকে। তার কাছে স্মার্টফোন না থাকায় সে বাটন ফোন দিয়েও খুব সহজে রেজাল্ট গুলো চেক করতে পারবে। এর জন্য একটা উপায় সেটা হচ্ছে এসএমএসের মাধ্যমে দেখতে পারবেন। এখানে কিন্তু সেই একই রকম যদি আপনি এসএমএস এর মাধ্যমে দেখতে চান আপনার বাটন ফোনে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনি কত গ্রেড পেয়েছেন সে গ্রেড টি দেখতে পারবেন। এছাড়া আপনার প্রতিটি বিষয়ে কোড নাম্বার থাকবে তার শেষে গ্রেড দেওয়া থাকবে। আপনি কোন বিষয়ে কত পয়েন্ট পেয়েছেন শুধুমাত্র আপনার গ্রেড উল্লেখ থাকবে।

আপনি কোন বোর্ডের রেজাল্ট দেখতে চান সেটিতে ক্লিক করুন

Ssc Result 2022 Dhaka Board

Dhaka Board SSC Result 2024 With Marksheet | ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ দেখুন মার্কশীটসহ

Ssc Result 2022 Barisal Board

Ssc Result 2022 Madrasa Board

Ssc Result 2022 Chittagong Board

Ssc Result 2022 Comilla Board

Ssc Result 2022 Dinajpur Board

Ssc Result 2022 Jessore Board

Ssc Result 2022 Mymensingh Board

Ssc Result 2022 Rajshahi Board

Ssc Result 2022 Sylhet Board

Ssc Result 2022 Technical Board

Ssc Result 2022 DIBS(Dhaka) Board

আপনি যে বোর্ডের রেজাল্ট দেখতে চান সে বোর্ডের পরে ক্লিক করুন। নতুন একটা পোস্ট পেয়ে যাবেন সেখানে আপনার সমস্ত নিয়ম পেয়ে যাবেন কিভাবে রেজাল্ট দেখতে হয়।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *