Thursday, August 21, 2025
HomeSSC পরীক্ষায় ফেল করলেও কলেজে ভর্তি! জেনে নিন নতুন নিয়ম

SSC পরীক্ষায় ফেল করলেও কলেজে ভর্তি! জেনে নিন নতুন নিয়ম

Ssc পরীক্ষায় ফেল করলেও কলেজে ভর্তি

SSC পরীক্ষায় ফেল করলেও কলেজে ভর্তি

এসএসসি পরীক্ষায় ফেল করেছেন? হতাশ না হয়ে জেনে নিন, কিভাবে কলেজে ভর্তি সম্ভব!
প্রতিবছরই বহু শিক্ষার্থী শুধুমাত্র একটি বিষয় ফেল করার কারণে কলেজে ভর্তি হতে পারেন না এবং তাদের মূল্যবান এক বছর নষ্ট হয়ে যায়। তবে এবারে রয়েছে এক নতুন সুযোগ SSC তে ফেল করলেও নির্দিষ্ট শর্তে কলেজে ভর্তি হওয়া সম্ভব!

কোন ক্ষেত্রে ভর্তি সম্ভব?

নিয়ম অনুযায়ী, যদি আপনি শুধুমাত্র চতুর্থ বিষয় (4th Subject)-এ ফেল করেন তাহলে আপনি কলেজে ভর্তি হতে পারবেন। তবে মনে রাখবেন এই সুযোগটি কেবল চতুর্থ বিষয়েই প্রযোজ্য। মূল বিষয় (Core Subject) যেমন বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন ইত্যাদিতে ফেল করলে আপনি এই সুবিধা পাবেন না।

চতুর্থ বিষয়ের উদাহরণ:

  • উচ্চতর গণিত
  • জীববিজ্ঞান
  • কৃষিশিক্ষা
  • গার্হস্থ্য বিজ্ঞান
  • সংগীত
  • চারু ও কারুকলা

এগুলো চতুর্থ বিষয় হিসেবে অনেক শিক্ষার্থী গ্রহণ করে থাকে। যদি আপনি এই ধরনের কোনো বিষয়ে ফেল করে থাকেন, তাহলে দুশ্চিন্তার কিছু নেই আপনি অনলাইনের মাধ্যমে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি আবেদন কিভাবে করবেন?

১. শিক্ষা বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ভর্তি আবেদন ফরম পূরণ করতে হবে
২. প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে
৩. আবেদন যাচাইয়ের পর কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে

বিঃদ্রঃ এই নিয়মটি শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য। তাই ভর্তি ফরম পূরণের আগে আপনার বোর্ডের ওয়েবসাইট ঘুরে দেখে নিন বিস্তারিত আপডেট।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ