
সাম্প্রতিক গুজবে জানা গিয়েছিল যে Samsung Galaxy S26 Ultra অবশেষে 65W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। তবে নতুন একটি রিপোর্ট সেই তথ্যকে উল্টে দিয়েছে।
One UI 8 কোডে মিলল 60W চার্জিংয়ের ইঙ্গিত
নতুন রিপোর্ট অনুযায়ী, One UI 8-এর কোড বিশ্লেষণ করে দেখা গেছে যে S26 Ultra কেবল 60W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। যদিও এটি আগের মডেল S25 Ultra-এর 45W চার্জিং এর তুলনায় উন্নত, তবে 65W প্রত্যাশা করা ব্যবহারকারীদের জন্য কিছুটা হতাশাজনক।
Samsung Galaxy S26 Ultra ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে বিভ্রান্তি
পূর্ববর্তী গুজব দাবি করেছিল যে S26 Ultra তে থাকবে 5,500mAh ব্যাটারি, যা S25 Ultra-এর তুলনায় 10% বড়। তবে নতুন সূত্র জানাচ্ছে, ব্যাটারি আসলে 5,000mAh-ই থাকবে, এবং চার্জিং স্পিডের উন্নতির মাধ্যমে পারফরম্যান্স বাড়ানোর চেষ্টা করবে।
চাইনিজ ব্র্যান্ডদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে
ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড – দুই ক্ষেত্রেই Samsung S26 Ultra চাইনিজ প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে চাইনিজ ফ্ল্যাগশিপ ফোনগুলো অনেক দ্রুত চার্জিং এবং বড় ব্যাটারি অফার করছে।
সেপ্টেম্বরে সম্ভাব্য লঞ্চ
Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ Galaxy S26 Ultra 2025 সালের শেষ দিকে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
ডিসক্লেইমার: এই নিউজ পোস্টে উল্লেখিত তথ্যগুলো লিক এবং অনুমাননির্ভর। অফিসিয়াল ঘোষণা পর্যন্ত স্পেসিফিকেশন পরিবর্তিত হতে পারে।
আরো পড়ুন: iPhone 17 Pro এর নতুন কালার ভ্যারিয়েন্টের ভিডিও ফাঁস – সেপ্টেম্বরেই আসছে বড় ধামাকা