HomeNewsSamsung Galaxy M56 ফোনটি লঞ্চ করা হবে এই মাসে প্রকাশ করছে Geekbench

Samsung Galaxy M56 ফোনটি লঞ্চ করা হবে এই মাসে প্রকাশ করছে Geekbench

Samsung Galaxy M56 ফোনটি লঞ্চ করা হবে এই মাসে

খুব তাড়াতাড়ি samsung নিয়ে আসছে M সিরিজের নতুন স্মার্ট ফোন Samsung Galaxy M56 ভারত এবং বাংলাদেশে। তারপরে অন্যান্য দেশগুলোতে ধারাবাহিকতায় লঞ্চ করা হবে। Galaxy M56 ফোনটির মডেল s5e8845 যে লিক করা হয়েছে।

samsung galaxy m56 5G ফোনটি গিকবেঞ্চ ওয়েবসাইট সহ Samsung India ওয়েবসাইটে লাইভ প্রকাশ হয়েছে তাই ধারণা করা হচ্ছে এই মাসের প্রথম দিকে অথবা শেষের দিকে ফোনটি অফিসিয়াল ভাবে লঞ্চ করা হবে এবং এ ফোনটিতে কি কি থাকছে সেটি নিচে দেওয়া হল:

লিক কে জানা গেছে Samsung Galaxy M56 ফোনটিতে শক্তিশালী একটি সাইট ব্যবহার করা হচ্ছে Exynos 1480 এবং CPU তে- চারটি কোর 2.75GHz পারফরম্যান্স, চারটি 2.05GHz কোর দক্ষতা ও Xclipse 530 এর GPU দেওয়া হচ্ছে।

এছাড়া এই তালিকায় প্রকাশ করা হয়েছে Samsung Galaxy M56 ফোনটিতে রয়েছে 8GB RAM এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনের চলবে এবং সাথে এর ইউওয়াই থাকবে samsung এর সর্বশেষ আপডেট One UI 7 স্তরয়ুক্ত। তাছাড়া এই ফোনটিতে ৬ বছরের মধ্য সকল এন্ড্রয়েড OS আপগ্রেড এবং নিরাপত্তার আপডেট পাবেন ব্যবহারকারী।

Samsung galaxy m56 lecks

Geekbench 6 এর দেখানো লিস্টে Galaxy M56 সিঙ্গেল-কোর স্কোর ১,১৫৩ পয়েন্ট এবং মাল্টি-কোর স্কোর ৩,৪৫৬ পয়েন্ট রেকর্ড রয়েছে। তবে এখানে ফোনের অন্যান্য স্পিসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি।

২০২৪ সালের মার্চ মাসে মার্কেটে আসা samsung galaxy m55 ফোনটিতে ছিল ৬.৭ ইঞ্চি FHD+ এর 120Hz AMOLED ডিসপ্লে এবং ফোনটির চিপসেট ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন 7 জেনারেশন এর। তাছাড়া ফোনটিতে পঞ্চাশ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা ছিল সাথে ৪৫ ওয়াট ভার্ট চার্জিং সহ 5000 mAh এর ব্যাটারি। তবে এখন দেখার বিষয় Samsung Galaxy M56 ফোনটিতে কি আধুনিক ধারাবাহিকতায় ব্যাটারির mAh বাড়াবেন কেনা? All Update Follow X

Samsung Galaxy M55 ফোনটির দাম বাংলাদেশে ছিল অফিসিয়ালি ভাবে ৬৫ হাজার টাকা এবং এ ফোনটি পাওয়া গেছিল আনঅফিসিয়াল ৩৭ থেকে ৪০ হাজার টাকার মধ্য। তাই এখন Samsung Galaxy M56 ফোনটির দাম আগের মডেল থেকে বেশি হতে পারে কারণ এই ফোনটিতে আধুনিক ডিজাইন সহ প্রযুক্তির আপডেট করেছে তাই এর ফোনটির দাম বাড়বে বলে আশা করা যায়।

তবে আপনি যদি এখন স্যামসাং লাভার হয়ে থাকেন এবং আপনার যদি এম সিরিজের ফোন পছন্দ হয়ে থাকে। তাহলে আপনি অপেক্ষা করুন আপনার জন্য বেস্ট একটি আধুনিক প্রযুক্তির ব্যবহার করা samsung স্মার্ট ফোন নিয়ে আসছে। এই ফোনটি এপ্রিল মাসেই লঞ্চ করার ঘোষণা দিয়েছে। তবে এই ফোনটি বাংলাদেশ থেকে এপ্রিল মাসে নাও পাওয়া যেতে পারে।

Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles