স্যামসাংয়ের নতুন আয়োজন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় আগ্রহের শেষ নেই। কোম্পানিটি আজ আয়োজন করেছে গ্যালাক্সি ইভেন্ট, যেখানে উন্মোচন করা হবে গ্যালাক্সি এস২৫ সিরিজের নতুন সদস্যসহ একাধিক প্রিমিয়াম এআই চালিত ট্যাবলেট। পুরো ইভেন্টটি অনলাইনে লাইভ সম্প্রচার করা হচ্ছে সকাল ৯টা ৩০ মিনিট (UTC) থেকে।
যদিও স্যামসাং আনুষ্ঠানিকভাবে ডিভাইসগুলোর নাম প্রকাশ করেনি, তবে প্রযুক্তি মহলের ধারণা—এবার বাজারে আসতে পারে Samsung Galaxy S25 FE, সাথে Galaxy Tab S11 এবং Galaxy Tab S11 Ultra। এ নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন রেন্ডার ফাঁস হয়েছে যেখানে ডিজাইনের ঝলক দেখা গেছে। তবে অফিসিয়ালি ডিভাইসগুলোর স্পেসিফিকেশন কিংবা দাম সম্পর্কে কিছুই জানানো হয়নি।
আরো দেখুন: Oppo Find X9: Find X8 থেকে বড় আপগ্রেড, থাকছে দানবীয় ব্যাটারি ও ৫০MP ক্যামেরা
পূর্বের গ্যালাক্সি এস২৪ এফই কিংবা ট্যাব এস৯ সিরিজের সাথে তুলনা করলে বোঝা যায়, এবারের ডিভাইসগুলোতেও স্যামসাং একই ধরণের প্রিমিয়াম ডিজাইন বজায় রেখেছে। বিশেষ করে ডিসপ্লে ও ক্যামেরা সেকশনে উন্নত ফিচার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এআই ট্যাবলেটগুলোতে থাকবে একাধিক স্মার্ট ফিচার, যা শিক্ষার্থী থেকে শুরু করে পেশাদার ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় হবে।
যারা সরাসরি ইভেন্টটি দেখতে পারবেন না, তাদের জন্য স্যামসাং ইভেন্ট শেষে সবকিছু বিস্তারিত জানানো হবে। নতুন ডিভাইসের পূর্ণাঙ্গ তথ্য ও রিভিউ পেতে অবশ্যই ইভেন্ট শেষ হওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য টেক নিউজ প্ল্যাটফর্মগুলোতে নজর রাখুন।