বর্ষায় বাইক চালানোর মজাই আলাদা। তবে সঠিক সুরক্ষা ও কিছু বাড়তি সুবিধা থাকলে এই অভিজ্ঞতা হয়ে ওঠে আরও স্মরণীয়। সেই ভাবনা থেকেই Revoo তাদের গ্রাহকদের জন্য এনেছে বিশেষ “Monsoon Offer”, যা বাড়ানো হয়েছে আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত।
বর্ষার ছোঁয়ায় রেভুর বিশেষ অফার
এই মৌসুমে নতুন REVOO বাইক কিনলেই থাকছে একাধিক আকর্ষণীয় উপহার সম্পূর্ণ ফ্রি!
- সুরক্ষার জন্য সার্টিফায়েড হেলমেট
- বর্ষায় নিশ্চিন্ত রাইডের জন্য প্রিমিয়াম রেইনকোট
- বাইকের যত্নে ফ্রি সার্ভিস কুপন
- আর স্টাইলিশ টাচ আনতে সিগনেচার কী-রিং
সীমিত স্টক, তাই দেরি নয়
Revoo কর্তৃপক্ষ জানিয়েছে, অফারটি সীমিত স্টকের জন্য প্রযোজ্য। তাই যে কেউ এই বিশেষ সুবিধা নিতে চাইলে এখনই বুকিং করে ফেলতে হবে।
আরো পড়ুন:
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের রেকর্ড: বাঁহাতি হিসেবে প্রথম ৫০০ উইকেট ও ৭০০০ রান
কেন এই অফার বিশেষ?
বর্ষার মৌসুমে বাইকারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ও আরামদায়ক রাইড। ঠিক সেই জায়গাতেই Revoo-এর এই অফার নিশ্চিত করছে প্রয়োজনীয় সুরক্ষা, আরাম ও কিছু এক্সট্রা আনন্দ।
আপনি যদি এই মৌসুমে নতুন বাইক কেনার কথা ভেবে থাকেন, তাহলে Revoo-এর এই অফার হতে পারে আপনার জন্য এক দুর্দান্ত সুযোগ। সীমিত সময়ের এই অফার মিস করলে সত্যিই আফসোস থেকে যাবে।
Revoo এর অফিসিয়াল ফেসবুক পেজ
ডিসক্লেইমার: এই লেখাটি শুধুমাত্র প্রচারণামূলক উদ্দেশ্যে প্রকাশিত। অফারের সব শর্তাবলী ও প্রাপ্যতা জানতে সরাসরি Revoo-এর অফিসিয়াল চ্যানেলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।