ভারতের জনপ্রিয় সাবকমপ্যাক্ট SUV Renault Kiger এলো একদম নতুন রূপে। ২০২৫ সালের ফেসলিফট মডেলটি বাজারে এসেছে আরও উন্নত ফিচার, আধুনিক ডিজাইন এবং বাড়তি সেফটি আপডেট নিয়ে। নতুন কিগারের দাম শুরু হচ্ছে মাত্র ₹৬.২৯ লাখ থেকে, যা একে আরও আকর্ষণীয় করে তুলেছে নতুন ক্রেতা এবং বিদ্যমান ব্যবহারকারীদের কাছে।

নতুন ডিজাইন ও এক্সটেরিয়র
২০২৫ সালের কিগারে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সামনের ডিজাইনে। নতুন Renault লোগো, LED হেডল্যাম্প, ফগ ল্যাম্প এবং আপডেটেড বাম্পার ডিজাইন দিয়েছে একেবারেই ফ্রেশ লুক। এছাড়া যোগ হয়েছে ১৬-ইঞ্চি ডুয়াল-টোন অ্যালয় হুইলস। নতুন Oasis Yellow ও Shadow Grey রঙও যুক্ত হয়েছে, যা গাড়িটির প্রিমিয়াম আবেদন আরও বাড়িয়েছে।

ইন্টেরিয়র ও কমফোর্ট
ভেতরের দিকেও এসেছে বড় পরিবর্তন। নতুন কিগারে থাকছে ভেন্টিলেটেড লেদারেট সিট, ডুয়াল-টোন ড্যাশবোর্ড ও আপগ্রেডেড আপহোলস্ট্রি। আরও আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে কুলড গ্লাভ বক্স, ৬০:৪০ স্প্লিট-ফোল্ডিং রিয়ার সিট এবং রিয়ার সেন্টার আর্মরেস্ট, যা দিয়েছে আরামদায়ক ও প্রিমিয়াম অনুভূতি।

ফিচার ও টেকনোলজি
প্রযুক্তিগত দিক থেকে নতুন কিগার এসেছে আরও সমৃদ্ধ হয়ে।
- ৮-ইঞ্চি ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
- স্মার্টফোন কানেক্টিভিটি
- ৩৬০-ডিগ্রি ক্যামেরা
- অটো হেডল্যাম্প ও রেইন-সেন্সিং ওয়াইপার
- ওয়্যারলেস চার্জিং
এই ফিচারগুলো দৈনন্দিন ব্যবহারে SUVটিকে করেছে আরও সুবিধাজনক।

সেফটি আপডেট
নতুন কিগারে সেফটির দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এখন পুরো রেঞ্জে ৬টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড। এছাড়া থাকছে ESP (Electronic Stability Program), TCS (Traction Control System), Hill Start Assist, ISOFIX child seat mountsসহ মোট ২১টি উন্নত সেফটি ফিচার। ফলে পরিবারসহ দীর্ঘ ভ্রমণেও গাড়িটি হবে আরও নিরাপদ।

ইঞ্জিন ও ভ্যারিয়েন্ট
২০২৫ কিগারে থাকছে দুটি ইঞ্জিন অপশন—
- ১.০-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল (৭২ hp)
- ১.০-লিটার টার্বো পেট্রোল (১০০ hp)
গিয়ারবক্স অপশন হিসেবে থাকছে ৫-স্পিড ম্যানুয়াল, ৫-স্পিড AMT এবং CVT।
গাড়িটি চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে-Authentic, Evolution, Techno এবং Emotion। দাম শুরু হচ্ছে ₹৬.২৯ লাখ থেকে এবং সর্বোচ্চ যাচ্ছে ₹১১.৩০ লাখ পর্যন্ত।
আরো পড়ুন:
ভারতে সবচেয়ে শক্তিশালী ৫টি বাইক
ডিজাইনে নতুনত্ব, ফিচারে আধুনিকতা আর সেফটিতে বাড়তি নিশ্চয়তা—সব মিলিয়ে Renault Kiger Facelift 2025 সাবকমপ্যাক্ট SUV বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। শহরের ভেতরে ব্যবহার হোক বা লং ড্রাইভ—এই স্টাইলিশ অথচ প্র্যাকটিক্যাল SUV এখন আরও বেশি গ্রাহক আকৃষ্ট করতে প্রস্তুত।
ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি আন্তর্জাতিক মোটরগাড়ি সংবাদ থেকে সংগৃহীত। বাংলাদেশের বাজারে দাম ও ভ্যারিয়েন্ট ভিন্ন হতে পারে।