চীনে ঘোষণার পর এবার Redmi Note 15 Pro+ আসছে গ্লোবাল মার্কেটে। তবে আগের মতো এবারও গ্লোবাল সংস্করণে থাকবে কিছু কাটছাঁট। ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে বলে জানা গেছে।
Xiaomi সম্প্রতি চীনে ঘোষণা করেছে নতুন Redmi Note 15 সিরিজ। এই সিরিজের ফোনগুলো শিগগিরই গ্লোবাল বাজারে আসছে। তবে আগের মতো এবারও গ্লোবাল ভার্সনে চীনা সংস্করণের তুলনায় কিছু ভিন্নতা দেখা যাবে।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, Redmi Note 15 Pro+ গ্লোবাল সংস্করণে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকছে না। চীনা সংস্করণে থাকা ২.৫x অপটিক্যাল জুম সুবিধা তাই গ্লোবাল ব্যবহারকারীরা পাবেন না।
এটি আসলে আগের বছরের ধারাবাহিকতা। গত বছরের Redmi Note 14 Pro+ গ্লোবাল সংস্করণেও টেলিফটো বাদ দিয়ে রাখা হয়েছিল ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
নতুন রিপোর্ট বলছে, Note 15 Pro+ গ্লোবাল ভার্সন একটি ডুয়াল ক্যামেরা সেটআপ নিয়ে আসবে, যেখানে থাকবে ওয়াইড ও আল্ট্রাওয়াইড লেন্স। তবে কোনো ম্যাক্রো সেন্সর থাকছে না। ক্যামেরার পাশাপাশি ব্যাটারিতেও বড় পরিবর্তন আসছে। চীনা সংস্করণে যেখানে রয়েছে ৭,০০০mAh ব্যাটারি, গ্লোবাল সংস্করণে সেটি কমে হবে মাত্র ৬,৫০০mAh।
তবে ব্যাটারি ক্ষমতা কমলেও চার্জিং গতিতে উন্নতি থাকছে। গ্লোবাল মডেলে ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে, যেখানে চীনা ভার্সনে ছিল ৯০W চার্জিং।
এখনও স্পষ্ট নয় যে Xiaomi আগের মতো একই কৌশল নেবে কি না। গত বছর Redmi Note 14 সিরিজের ভারতীয় ও চীনা সংস্করণ ছিল প্রায় একই স্পেসিফিকেশন, কিন্তু গ্লোবাল ভার্সনে ক্যামেরা ও ব্যাটারিতে কমতি রাখা হয়েছিল।
সব মিলিয়ে বলা যায়, Redmi Note 15 Pro+ গ্লোবাল সংস্করণ আসলেও কিছু প্রিমিয়াম ফিচার বাদ যাবে। ফলে গ্লোবাল ব্যবহারকারীরা হয়তো চীনা মডেলের মতো সম্পূর্ণ অভিজ্ঞতা পাবেন না। তবে ১০০W ফাস্ট চার্জিং অনেকের কাছেই বড় প্লাস পয়েন্ট হতে পারে।