Oppp A1i নতুন ফোন আসছে ৮ ও ১২ জিবি র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ 5000mAh Battery

Oppp A1i

Oppo নিয়ে আসছে A সিরিজের নতুন স্মার্টফোন Oppo A1i. ফোনটি Oppo এর অফিসিয়াল চাীনের ওয়েবসাইট-এ প্রকাশ করেছে। চীনে ১৯ই এপ্রিল সকাল ১০ টা থেকে ক্রেতা প্রি-অডার করতে পারবেন। তারা প্রি-অডার করার মাধ্যমেই ফোনটি বাজারে লাঞ্চ করবে।

Oppo A1i ফোনটি বাজারে দুটি সিরিজে রয়েছে ৮জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ একটি ও ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনটি অফিসিয়াল ভাবে চীনের বাজারে আসবে।

ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি কিন্তু কত ওয়ার্ডের চার্জার বের হবে এটা স্পষ্ট করেনি। তবে ফোনটি দুটি কালারে বের হয়েছে নাইট কালো ও ফ্যান্টম পার্পল। ক্রেতা তার পছন্দমত ফোনের প্রি-অডার করতে পারবে ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

ফোনটিতে পিছনে মেইন একটি ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার মতো দেখতে সেখানে ফ্লাশ ব্যবহার করা হয়েছে। এবং ফোনটি ব্যবহার করতে ব্যবহারকারীরা খুবই কম্পোটোফিল করবে। এছাড়া ফোনটির ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক থাকবে।

Oppo A1i ফোনের বেশি কিছু স্পেসিফিকেশন দেওয়া নাই। তাই যতটুকু জানতে পারছি ও তাদের ওয়েবসাইটের দেখতে পারছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করা হলো।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *