অপ্পো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ফাইন্ড এক্স৯ বাজারে আনছে আগামী ১৬ অক্টোবর। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, সিরিজটিতে থাকবে দুটি মডেল—ফাইন্ড এক্স৯ এবং ফাইন্ড এক্স৯ প্রো। নতুন ডিজাইন, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং বড় ব্যাটারি ক্ষমতাই হবে এ সিরিজের মূল আকর্ষণ।
Oppo Find X9 নতুন ডিজাইন ও ডিসপ্লে প্রযুক্তি
ফাইন্ড এক্স৯ ও এক্স৯ প্রো উভয় মডেলেই থাকছে ফ্ল্যাট ডিসপ্লে, অতিসূক্ষ্ম সমান্তরাল বেজেলসহ। আকারে যথাক্রমে ৬.৫৯ ইঞ্চি ও ৬.৭৮ ইঞ্চি। ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়েছে ভেলভেট স্যান্ড ফিনিশ, যা পেছনের প্যানেলে মসৃণ টেক্সচার ও আরামদায়ক গ্রিপ দেবে। লেন্স মডিউলকে ব্যাকপ্যানেলের সঙ্গে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে কোল্ড কার্ভিং প্রযুক্তি, ফলে কোনো আলাদা রেখা চোখে পড়বে না। ডিসপ্লেতে থাকছে ১-নিট আই-কেয়ার মোড এবং ৩৮৪০ হার্টজ পিডব্লিউএম ডিমিং, যা দীর্ঘ সময় ব্যবহারেও চোখের জন্য আরামদায়ক হবে।
আরো পড়ুন: ইলন মাস্কের ইঙ্গিত: অতি শীঘ্রই আসছে টেসলা ফোন
অপ্পো প্রথমবারের মতো ফাইন্ড এক্স৯ সিরিজের রিয়ার ডিজাইন উন্মোচন করেছে। মডেলগুলো পাওয়া যাবে চারটি শেডে—ভেলভেট স্যান্ড টাইটানিয়াম, ভেলভেট লাইট টাইটানিয়াম, ফ্রস্ট হোয়াইট এবং মিস্ট ব্ল্যাক।
Oppo Find X9 ক্যামেরা ও পারফরম্যান্স
ফাইন্ড এক্স৯ সিরিজে থাকছে হ্যাসেলব্লাড কোয়াড ক্যামেরা সিস্টেম, যা কমপ্যাক্ট স্কয়ার ডিজাইনে সাজানো হয়েছে। এতে বেশি আলো প্রবেশ করবে, তবে ডিভাইসের ভারী লাগবে না। পারফরম্যান্সে শক্তি দেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্ল্যাটফর্ম, নির্মিত ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায়। এতে নতুনভাবে ডিজাইন করা সিপিইউ, জি১-আল্ট্রা জিপিইউ এবং ইমাজিক ১১৯০ ইমেজ প্রসেসর থাকছে। এ ছাড়া অপ্টিমাইজেশনের জন্য যুক্ত হয়েছে টাইডাল ইঞ্জিন সফটওয়্যার লেয়ার।
Oppo Find X9 ব্যাটারি ও চার্জিং সুবিধা
ব্যাটারির দিক থেকেও সিরিজটিতে বড় আপগ্রেড এসেছে। ফাইন্ড এক্স৯-এ থাকবে ৭,০২৫ এমএএইচ, আর এক্স৯ প্রো-তে ৭,৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। দুটি ফোনেই থাকছে ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।
বৈশ্বিক বাজারে আসছে শিগগিরই
অপ্পো জানিয়েছে, শুধু চীনে নয়, বৈশ্বিক বাজারেও শিগগিরই ফাইন্ড এক্স৯ সিরিজ পাওয়া যাবে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এর গ্লোবাল লঞ্চ ইভেন্ট।
ডিজাইন, ক্যামেরা, পারফরম্যান্স ও ব্যাটারিতে উল্লেখযোগ্য উন্নয়ন নিয়ে আসা ফাইন্ড এক্স৯ সিরিজকে অপ্পো তাদের অন্যতম বড় ফ্ল্যাগশিপ হিসেবে দেখছে। অক্টোবরের উদ্বোধনের পর, বাজারে এর প্রতিক্রিয়া কেমন হয় তা নিয়েই এখন আগ্রহ প্রযুক্তি দুনিয়ায়।