চীনা ব্র্যান্ড Oppo আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তাদের নতুন Oppo A6 Pro আসছে ৯ই সেপ্টেম্বর চীনে। মজার ব্যাপার হলো, একই দিনে লঞ্চ হবে বহুল প্রতীক্ষিত iPhone 17। ফলে বলা যায়, টেক দুনিয়ায় বড় ধরনের প্রতিযোগিতা তৈরি হতে যাচ্ছে।
অফিশিয়াল টিজার পোস্টার থেকে জানা গেছে, A6 Pro থাকবে সেন্টার্ড পাঞ্চ-হোল ডিসপ্লে ও ফ্ল্যাট স্ক্রিন ডিজাইনে। ফোনটির এজ ডিজাইনও ফ্ল্যাট রাখা হয়েছে, যা বর্তমানে ট্রেন্ডে আছে। লঞ্চ ইভেন্টে সম্পূর্ণ রিয়ার ডিজাইন উন্মোচন করা হবে। তবে এখন পর্যন্ত শুধুমাত্র গোল্ড ফিনিশ প্রকাশ করা হয়েছে।
এই ডিজাইন স্টাইলটি অনেকটাই সাম্প্রতিক Oppo A6 GT এবং অন্যান্য নতুন মিডরেঞ্জ ফোনের সাথে মিলে যায়, যেখানে স্লিম বডি আর প্রিমিয়াম লুককে প্রাধান্য দেওয়া হয়েছে।
গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, Oppo A6 Pro-তে থাকবে MediaTek Dimensity 6300 চিপসেট, 8GB RAM ও Android 15। সিঙ্গল-কোরে ফোনটি ৭৩৬ এবং মাল্টি-কোরে ২০১০ স্কোর করেছে, যা স্পষ্টভাবে মিডরেঞ্জ ক্যাটাগরির দিকে ইঙ্গিত করে।
আরো দেখুন: 144Hz ডিসপ্লে ও Dimensity 6400 চিপসেট নিয়ে লঞ্চ হচ্ছে Tecno Pova Slim 5G
এই স্পেসিফিকেশনগুলো পারফরম্যান্সের দিক থেকে অনেকটা Samsung Galaxy A সিরিজের সাম্প্রতিক মডেলগুলোর সাথে মিলে যায়।
যদিও এখনো ব্যাটারির সঠিক ক্যাপাসিটি নিশ্চিত করা হয়নি, তবে TUV সার্টিফিকেশনে 80W ফাস্ট চার্জিংয়ের ইঙ্গিত পাওয়া গেছে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, Oppo দাবি করছে এই ফোনের ব্যাটারি টিকবে প্রায় ছয় বছর, যা ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হতে পারে।
A6 GT থেকে পার্থক্য কোথায়?
এর কিছুদিন আগেই চীনে লঞ্চ হয়েছে Oppo A6 GT, যেখানে ছিল Snapdragon 7 Gen 3 প্রসেসর, 7000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা সেটআপ। যদিও A6 Pro-র স্পেসিফিকেশন এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে “Pro” ব্র্যান্ডিং দেখে অনুমান করা যায় এতে উন্নত ক্যামেরা বা ভালো ডিসপ্লে কোয়ালিটি দেওয়া হতে পারে।
সব মিলিয়ে, Oppo A6 Pro এখনো রহস্যে ঢাকা, তবে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে এটি মিডরেঞ্জ সেগমেন্টে দারুণ প্রতিযোগিতা তৈরি করবে। সেপ্টেম্বরের ৯ তারিখেই স্পষ্ট হবে এই ফোন আসলে iPhone 17-এর সাথে পাল্লা দিতে কতটা প্রস্তুত।