অপ্পো সম্প্রতি মালয়েশিয়ায় উন্মোচন করেছে তাদের নতুন Oppo A5i Pro 5G স্মার্টফোন। জুন মাসে ফিলিপাইনে A5i ও A5i Pro শুধুমাত্র 4G ভার্সনে প্রকাশিত হলেও এবার এসেছে 5G সংস্করণ। এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি, তবে যেসব তথ্য পাওয়া গেছে তা বেশ আকর্ষণীয়।
ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির বড় LCD ডিসপ্লে যেখানে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস। স্ক্রিন প্রটেকশনের জন্য দেওয়া হয়েছে Gorilla Glass 7i। পারফরম্যান্সের দিক থেকে এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, সাথে 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ। এর সাথে বিশাল 6000mAh ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারির লাইফ নিয়ে অপ্পো দাবি করছে, ৫ বছর পরও ৮০% ক্ষমতা বজায় থাকবে।
ক্যামেরা সেটআপেও আছে ভালো কিছু ফিচার। পেছনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা ও একটি 2MP সেন্সর, আর সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। ডিজাইনের দিক থেকে ফোনটি পাওয়া যাবে দুটি কালারে – Breeze Blue এবং Midnight Purple।
এছাড়া ফোনটির আছে IP65 রেটিং (ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট) এবং MIL-STD-810H সার্টিফিকেশন (শক রেজিস্ট্যান্ট)। ফলে এটি টেকসই দিক থেকেও নিশ্চিন্ত ব্যবহারকারীদের আকর্ষণ করবে। ডাইমেনশন অনুযায়ী এর ওজন মাত্র 194 গ্রাম, যা হাতে বেশ আরামদায়ক লাগবে।
আরো দেখুন: ৫০MP ট্রিপল ক্যামেরা ও Snapdragon 7s Gen 4 চিপসেট Redmi Note 15 Pro+ 5G আসলেই কি ফ্ল্যাগশিপ কিলার?
মূল্যের দিক থেকে মালয়েশিয়ায় এর দাম রাখা হয়েছে প্রায় MYR 799 (প্রায় 188 ডলার)। যদিও বাংলাদেশ বা ভারতের দাম এখনো জানা যায়নি। তবে পারফরম্যান্স ও স্পেসিফিকেশন অনুযায়ী এটি অনেকটা Oppo A2 বা Realme Narzo সিরিজের নতুন ফোনগুলোর সাথে তুলনা করা যায়।