Friday, September 26, 2025
HomeOnePlus 12R পেল OxygenOS 15.0.0.860 আপডেট, যুক্ত হলো নতুন ফিচার

OnePlus 12R পেল OxygenOS 15.0.0.860 আপডেট, যুক্ত হলো নতুন ফিচার

ভারতে ওয়ানপ্লাস 12R স্মার্টফোনে রোল আউট শুরু হয়েছে নতুন OxygenOS 15.0.0.860 আপডেট। এতে যুক্ত হয়েছে মানচিত্র অ্যালবাম, প্রাইভেসি ফিচার ও সেপ্টেম্বর ২০২৫ নিরাপত্তা প্যাচ। ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে এই আপডেট।

ধাপে ধাপে আপডেট রোল আউট

OnePlus জানিয়েছে, সর্বশেষ OxygenOS আপডেটটি (ভার্সন: CPH2585_15.0.0.860(EX01)) ইতিমধ্যেই ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে। প্রথমে সীমিতসংখ্যক ব্যবহারকারী এই আপডেট পাচ্ছেন, পরবর্তী কয়েক দিনের মধ্যে বৃহত্তর পরিসরে রোল আউট হবে। ইচ্ছা করলে ব্যবহারকারীরা Settings > System > System Updates থেকে ম্যানুয়ালি চেক করতে পারবেন।

ফটোস অ্যাপে মানচিত্র অ্যালবাম ও প্রাইভেসি আপডেট

নতুন আপডেটের অন্যতম আকর্ষণ হলো Map Album। এর মাধ্যমে ব্যবহারকারীরা লোকেশন ডেটাসহ ছবি মানচিত্রে দেখতে পারবেন। এছাড়া প্রাইভেট অ্যালবাম থেকে ছবি বের করে আনলে তা স্বয়ংক্রিয়ভাবে মূল ফোল্ডারে ফিরে যাবে, ফলে ছবি খুঁজে পাওয়া সহজ হবে।
ব্যবহারকারীরা এখন প্রতিটি সেকেন্ডারি পেজে প্রাইভেসি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। একইসঙ্গে ফটোস অ্যাপের লকড অ্যালবামেও এই অপশন যুক্ত হয়েছে।

স্ক্রিন টাইম ও ইউজার এক্সপেরিয়েন্স উন্নতি

Phone Manager-এর App Management সেকশনে দৈনিক ও সাপ্তাহিক স্ক্রিন টাইম দেখার নতুন টুল যুক্ত করা হয়েছে। পাশাপাশি লক স্ক্রিনে নোটিফিকেশন বা লাইভ অ্যালার্টে ট্যাপ করলে অ্যানিমেশন রেসপন্স আরও উন্নত হবে।

আইআর রিমোট ও সিকিউরিটি আপডেট

আইআর রিমোট অ্যাপে নতুন বাটন লেআউট যুক্ত হয়েছে, যা রিমোট কন্ট্রোল প্যানেল ব্যবহারে সুবিধা দেবে। সিস্টেম সাইডে যুক্ত হয়েছে সেপ্টেম্বর ২০২৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ, যা ডিভাইসের নিরাপত্তা বাড়াবে।

আরো পড়ুন: শাওমি ১৭ সিরিজ আসছে ৩০ সেপ্টেম্বর, থাকতে পারে নতুন চমক

ওয়ানপ্লাস সবসময়ই ইনক্রিমেন্টাল আপডেট রোল আউট করে। অর্থাৎ, প্রথমে সীমিতসংখ্যক ব্যবহারকারী আপডেট পান, পরে কয়েকদিনের মধ্যে সবার জন্য উন্মুক্ত করা হয়। ফলে কোনো ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে আপডেট না পেলেও কিছুদিনের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ