Saturday, August 30, 2025
HomeOnePlus 11 ব্যবহারকারীদের জন্য বড় আপডেট - OxygenOS 15.0.0.850 রিলিজ, নতুন ফিচার...

OnePlus 11 ব্যবহারকারীদের জন্য বড় আপডেট – OxygenOS 15.0.0.850 রিলিজ, নতুন ফিচার ও সিকিউরিটি বুস্ট

OnePlus 11 ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! OxygenOS 15.0.0.850 আপডেট এখন ভারতে ও উত্তর আমেরিকায় রোলআউট শুরু হয়েছে। নতুন এই আপডেটে রয়েছে আরও মসৃণ অ্যানিমেশন, প্রাইভেট সেফ-এ উন্নতি, ফ্লোটিং উইন্ডোতে নতুন ফিচার, উন্নত মাল্টিটাস্কিং, নোটিফিকেশন কন্ট্রোল এবং একেবারে নতুন BeaconLink ফিচার। পাশাপাশি, আগস্ট ২০২৫ সিকিউরিটি প্যাচ ইন্টিগ্রেট করা হয়েছে নিরাপত্তা আরও জোরদার করতে।

আপডেট রোলআউটের অঞ্চল ও ভার্সন

OnePlus ইতিমধ্যেই OnePlus 11 মডেলের জন্য OxygenOS 15.0.0.850 আপডেট রোলআউট শুরু করেছে। ভারতীয় ভ্যারিয়েন্টে বিল্ড নাম্বার হলো CPH2447_15.0.0.850(EX01) আর উত্তর আমেরিকান ভ্যারিয়েন্টের জন্য এটি CPH2451_15.0.0.850(EX01)। তবে আপডেটটি ব্যাচ আকারে রিলিজ করা হচ্ছে, ফলে সবার ডিভাইসে একসাথে নাও আসতে পারে।

মসৃণ অ্যানিমেশন ও প্রাইভেট সেফ আপগ্রেড

এই আপডেটে প্রথমেই চোখে পড়বে উন্নত অ্যানিমেশন। ফ্লোটিং উইন্ডো খোলা, সরানো বা রিসাইজ করার সময় অ্যানিমেশনগুলো আগের তুলনায় আরও স্মুথ হবে। একইসঙ্গে, Private Safe ফিচারেও এসেছে গুরুত্বপূর্ণ আপগ্রেড—এখন ব্যবহারকারীরা স্টোর করা ছবি ও ভিডিও শেয়ার করতে পারবেন, কাস্টম অ্যালবাম কভার সেট করতে পারবেন, সময় অনুযায়ী ফাইল সাজাতে পারবেন এবং সরাসরি “Other files” ক্যাটেগরিতে কনটেন্ট যোগ করতে পারবেন।

মাল্টিটাস্কিংয়ে নতুন সুবিধা

মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে OnePlus কয়েকটি ফিচার যোগ করেছে। রিসেন্ট টাস্ক স্ক্রিনে এখন স্ট্যাকড অ্যাপ-এ নিচের দিকে সোয়াইপ করলে তার লক স্ট্যাটাস পরিবর্তন হবে। স্প্লিট ভিউ আর নির্দিষ্ট অনুপাতে সীমাবদ্ধ নয় ব্যবহারকারীরা ইচ্ছেমতো এডজাস্ট করতে পারবেন। পাশাপাশি, ল্যান্ডস্কেপ মোডে দুইটি অ্যাপ খোলা থাকলে ডিভাইডারটি টেনে সাইজ পরিবর্তন করা যাবে।

আরো দেখুন: ২০২৫ এর Q2-তে গ্লোবাল স্মার্টওয়াচ শিপমেন্টে অ্যাপলকে ছাড়িয়ে গেল Huawei

ল্যান্ডস্কেপ মোডে নোটিফিকেশনগুলো এখন ছোট ব্যানার আকারে আসবে, যাতে ব্যবহারকারীর মনোযোগ নষ্ট না হয়। ব্যবহারকারীরা ব্যানার-এ সোয়াইপ করলে অ্যাপটি ফ্লোটিং উইন্ডোতে খুলবে। একইভাবে, ব্যানারে থাকা বাটনে ট্যাপ করলেও অ্যাপ ফুলস্ক্রিনে না গিয়ে ফ্লোটিং উইন্ডোতে চালু হবে, যা মাল্টিটাস্কিংকে আরও কার্যকর করে তুলবে।

নতুন BeaconLink ফিচার ও সিকিউরিটি প্যাচ

সবচেয়ে আকর্ষণীয় ফিচারের মধ্যে একটি হলো BeaconLink। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই কাছাকাছি ডিভাইসে টেক্সট, ছবি ও ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। এটি পাওয়া যাবে Settings > Mobile network > BeaconLink অপশনে। এছাড়া, আগস্ট ২০২৫ Android সিকিউরিটি প্যাচ ইন্টিগ্রেট করা হয়েছে, যাতে ডিভাইস আরও সুরক্ষিত থাকে। যেহেতু আপডেট ইনক্রিমেন্টাল, তাই যারা এখনো নোটিফিকেশন পাননি তারা চাইলে Settings > System > System Updates থেকে ম্যানুয়ালি চেক করতে পারেন।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ