ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে নতুন ইতিহাস গড়ল Ola Electric। উৎপাদন শুরু করার চার বছরেরও কম সময়ে কোম্পানিটি Futurefactory (কৃষ্ণগিরি, তামিলনাড়ু) থেকে তাদের ১০ লাখতম ইলেকট্রিক ভেহিকল (EV) রোল আউট করেছে। এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে Roadster X+ স্পেশাল এডিশন, যা ডিজাইন ও রেঞ্জের দিক থেকে বেশ অনন্য।
১ মিলিয়ন উৎপাদনের মাইলফলক
Ola Electric ২০২১ সালে উৎপাদন শুরু করে। কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেল S1 সিরিজের ইলেকট্রিক স্কুটার বাজারে দারুণ সাড়া ফেলায় মাত্র চার বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি ১০ লাখ উৎপাদনের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। ভারতের ইভি মার্কেটে এত দ্রুত এ মাইলফলক ছোঁয়া সত্যিই বিরল ঘটনা।
Roadster X+ স্পেশাল এডিশন
মাইলফলক ছোঁয়ার আনন্দে Ola উন্মোচন করেছে Roadster X+ স্পেশাল এডিশন। এতে থাকছে মিডনাইট ব্লু কালার স্কিম, লাল রঙের স্পোর্টি টাচ সিট, রিমস ও ব্যাটারি প্যাকে। টেকসই দিকেও নজর দিয়েছে Ola; বিশেষ এই বাইকে ব্যবহৃত হয়েছে রিসাইকেলড কপার ওয়েস্ট দিয়ে তৈরি ব্যাজ এবং ইলেক্ট্রোপ্লেটেড বার এন্ডস।
আরো পড়ুন: Royal Enfield 350cc বাইকগুলোর দাম কমেছে ₹19,656 পর্যন্ত, 450cc ও 650cc বেড়েছে ₹29,486
শক্তি ও পারফরম্যান্স
Roadster X+ মডেলটি দুটি ব্যাটারি অপশনে পাওয়া যাবে—
- ৪.৫ kWh ব্যাটারি: একবার চার্জে সর্বোচ্চ ২৫২ কিমি রেঞ্জ।
- ৯.১ kWh ব্যাটারি: একবার চার্জে সর্বোচ্চ ৫০১ কিমি রেঞ্জ।
উভয় ভার্সনেই থাকছে ১১ kW ইলেকট্রিক মোটর, যা বাইকটিকে ঘন্টায় সর্বোচ্চ ১২৫ কিমি গতিবেগে পৌঁছাতে সক্ষম করে।