NU Honours 1st Year Result 2024

অনার্স ১ম বর্ষ রেজাল্ট প্রকাশ করা হবে 3 এপ্রিল ২০২৪ তারিখে বিকাল ৪টায়।

ওয়েবসাইটে সবাই একসাথে রেজাল্ট চেক করার জন্য ঢোকার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। তাই অনেকেই রেজাল্ট চেক করার অফিসিয়াল ওয়েবসাইট nubd.info/results সাইটটিতে ঢুকতে পারছেন না। তবে এই সমস্যাটি কয়েক ঘন্টা থাকতে পারে। তাই আপনি যদি আগে আগে চেক করতে চান তাহলে একটু অপেক্ষা করুন ওয়েব সাইটে ঢুকার পর। অথবা আপনি কিছু সময় পরে চেষ্টা করুন।

অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪ চেক (মার্কশীটসহ) মোবাইল দিয়ে

কিভাবে অনার্স ১ম বর্ষ রেজাল্ট আপনার মোবাইল ফোন দিয়ে ঘরে বসে দেখবেন। মোবাইল ফোন দিয়ে আপনার রেজাল্টটি বের করে দেখতে পারবেন ৩টি উপায়ে। কোন ৩টি উপায় আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার রেজাল্টটি সম্পূর্ণ দেখতে পারবেন সেটি আমি আপনাদেরকে বলবো।

NU Result 2024 | www.nu.ac.bd result (মার্কশীট/সিজিপিএ সহ)

  •  আপনি আপনার স্মার্টফোন দিয়ে আপনার রেজাল্ট চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি আপনার স্মার্টফোন দিয়ে যদি আপনার রেজাল্ট চেক করেন সে ক্ষেত্রে আপনি আপনার রেজাল্টের মার্কশিট সহ সমস্ত সাবজেক্ট এর নাম্বার দেখতে পারবেন। এ জন্য আপনি ৩টি উপায় ব্যবহার করতে পারেন। যেমন- (১) ওয়েবসাইট (২) অ্যাপস (৩) এসএমএস।

আপনি এই তিনটি উপায় আপনার স্মার্টফোন দিয়ে আপনার রেজাল্ট সিট চেক করতে পারবেন। এখন বলি এই তিনটি থেকে কোন উপায় দেখলে আপনার জন্য সবচাইতে সহজ হবে এবং আপনি খুব দ্রুত দেখতে পারবেন। সাধারণত সবকিছুতেই একসময় আপনি দেখতে পারবেন। তাই এটি মধ্য কোনটি আপনার কাছে বেস্ট হয় সেটি দেখে নিন।

(১) অনার্স ১ম বর্ষ রেজাল্ট ২০২৪ চেক করুন ওয়েবসাইটে

Go To Website Link: http://www.nubd.info/results/

NU Honours 1st Year Result 2024

আপনি যদি ওয়েবসাইটে আপনার অনার্স ১ম বর্ষ রেজাল্ট দেখতে চান তাহলে আপনি খুব সহজেই কিন্তু এখানে মার্কশিট সহ আপনার রেজাল্ট দেখতে পারবেন। সবচাইতে বেস্ট হয় আপনি যদি ওয়েবসাইট ব্যবহার করেন। এক্ষেত্রে আপনি সমস্ত মার্কশিট সহ দেখতে পারবেন।

(২) অনার্স ১ম বর্ষ রেজাল্ট ২০২৪ চেক করুন অ্যাপসে:

আসলে যে অ্যাপসগুলো আপনারা play store পাবেন সে অ্যাপস গুলো মূলত কাজ করে ওয়েবসাইটের মাধ্যমে। তাই আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা অ্যাপস ব্যবহার না করলেও পারেন। কারণ আপনি যে এগুলো অ্যাপস পাবেন সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন। আসলে যারা এই অ্যাপস গুলো বায়নায় তারা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে কনভার্ট করে নেয়। তাই আপনাদের জন্য আমার সাজেস্ট থাকবে যে আপনারা এক নাম্বার উপায় ব্যবহার করবেন। এক নাম্বারে রয়েছে ওয়েবসাইট।

(৩) অনার্স ১ম বর্ষ রিজাল্ট ২০২৪ চেক করুন এসএমএসের মাধ্যমে: 

যদি আপনি এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্ট চেক করতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা প্রায় ২ টাকা ৫০ পয়সা খরচ হবে। প্রতিটা এসএমএস এর জন্য, এছাড়া এখানে কিন্তু ও তেমন ভালো ও সুবিধা পাবেন না। যেমন আপনি এখানে শুধুমাত্র আপনার কত পয়েন্ট পেয়েছেন সেটি দেখতে পারবেন। এছাড়া আপনার প্রতিটা সাবজেক্টে রিপোর্ট নাম্বার দেওয়া থাকবে এবং প্রতিটা কোডের শেষে আপনার গ্রেট টি দেখতে পারবেন। তাই এ ক্ষেত্রে আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই আমি বলব যদি আপনার কাছে স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারেন।

অনার্স ১ম বর্ষ রেজাল্ট ২০২৪ চেক করুন এসএমএস এর মাধ্যমে

আমাদের দ্বিতীয় উপায় হচ্ছে অনেকের কাছে বাটন ফোন থেকে থাকে। কারণে তার কাছে স্মার্টফোন না থাকায় সে বাটন দেওয়াও খুব সহজে রেজাল্টগুলো চেক করতে পারবে। এর জন্য একটা উপায় সেটা হচ্ছে এসএমএসের মাধ্যমে দেখতে পারবে। এখানে কিন্তু সেই একই রকম যদি আপনি এসএমএস এর মাধ্যমে দেখতে চান আপনার বাটন ফোনে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনি কত গ্রেড পেয়েছেন সে গ্রেড টি দেখতে পারবেন। এছাড়া আপনার প্রতিটি বিষয়ে কোড নাম্বার থাকবে সে কোড নাম্বারে দেওয়া থাকবে আপনি কোন বিষয়ে কত পয়েন্ট পেয়েছেন। শুধুমাত্র আপনার গ্রেড উল্লেখ থাকবে।

এসএমএস এর মাধ্যমে ফলাফল পরীক্ষা করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের প্রার্থীরা এসএমএস করে তাদের ফলাফল জানতে পারবেন। আমরা এই অংশে এসএমএসের মাধ্যমে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল কিভাবে চেক করতে হয় তার বিস্তারিত নিয়ম শেয়ার করছি।

NU <SPACE> H2 <SPACE> REGISTRATION NO AND SEND TO 16222

Example– NU H2 12345678901 send to 16222

বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি (NU) 3রা এপ্রিল, 2024-এ CGPA সহ অনার্স প্রথম বর্ষের ফলাফল 2024 প্রকাশ করেছে। আপনি www.nu.ac.bd/results-এ গিয়ে অনায়াসে অনলাইনে আপনার ফলাফল অ্যাক্সেস করতে পারেন। একবার আপনি stie পরিদর্শন করার পরে, আপনি “অনার্স 1st ইয়ার” বিকল্পটি নির্বাচন করুন, তারপর রোল বা নিবন্ধন নম্বর লিখুন, এবং তাদের ফলাফল দেখতে “অনুসন্ধান ফলাফল” এ ক্লিক করুন। বিকল্পভাবে, যারা এসএমএস পছন্দ করেন তাদের জন্য, কেবল “NU H1 [আপনার রোল নম্বর]” লিখে 16222 নম্বরে পাঠান। কোনো সমস্যা দেখা দিলে বা আরও সহায়তার প্রয়োজন হলে, আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে অনার্স প্রদান করব। ১ম বর্ষের ফলাফল।

Follow Google News

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *