Homeঅটোমোবাইলবাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে New TVS Ronin 225: জানুন দাম, ফিচার এবং...

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে New TVS Ronin 225: জানুন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে new tvs ronin 225: জানুন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

এখন বাংলাদেশের বাজারেই পাওয়া যাচ্ছে New TVS Ronin 225 বাইকটি। আমাদের মধ্যে অনেকেই ছিলেন যারা এই বাইকটির অপেক্ষায় ছিলেন। এতদিন যে কবে বাইকটি বাংলাদেশে আসবে আর এবং আমি আমার কাঙ্খিত বাইকটি কিনতে পারব। এই বাইকটি বাংলাদেশের বাজারে অনেক দিন ধরে আসবে আসবে করে আসছিল না। কিন্তু অবশেষে চলে আসলো সেই কাঙ্কিত বাইকটি। 

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে new tvs ronin 225 জানুন দাম ফিচার এবং স্পেসিফিকেশন 1

এখন আপনি ঘর থেকে বের হলেই দেখতে পাবেন New TVS Ronin 225 বাইক। আকর্ষণীয় লুক, দুর্দান্ত গ্রাফিক্স ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে চলে আসলো আমাদের সামনে TVS Ronin 225. তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বাইকটিতে কি কি নতুন স্পেসিফিকেশন যোগ করেছে, ডিজাইন কি কি পরিবর্তন এসেছে, বাংলাদেশের বাজারে বাইকটির দাম কত এবং বাইকটি কাদের জন্য ভালো হবে তার সমস্ত বিস্তারিত বিষয়। 

New TVS Ronin 225 বাইকটির ডিজাইন

এক কথায় বলতে গেলে, TVS RONIN বাইকটির ডিজাইন আধুনিকতা এবং ক্লাসিক স্টাইলের এক অসাধারণ মিশ্রণ। বাইকটির সামনের দিকে তাকালেই প্রথমে চোখে পড়বে এর ইউনিক T-আকৃতির পাইলট লাইট সহ শক্তিশালী অল-এলইডি হেডল্যাম্পটি। এটি শুধু বাইকটিকে একটি অ্যাগ্রেসিভ লুকই দেয় না, রাতের অন্ধকারে যেকোনো রাস্তায় আপনাকে দেবে স্পষ্ট দেখার আত্মবিশ্বাস। 

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে new tvs ronin 225 জানুন দাম ফিচার এবং স্পেসিফিকেশন 2

সাথে থাকা স্টাইলিশ এলইডি টার্ন সিগন্যালগুলো নিরাপত্তার পাশাপাশি বাইকের সৌন্দর্যে এক নতুন মাত্রা যোগ করে। বাইকের সাইড প্রোফাইলে রয়েছে একটি বিশেষভাবে ডিজাইন করা কাস্টম এক্সহস্ট, যা এর লুককে আরও বোল্ড করে তুলেছে এবং চলার পথে একটি স্বতন্ত্র গর্জন তৈরি করে। পিছনের দিকে স্লিক ডিজাইনের অল-এলইডি টেইল ল্যাম্প বাইকটির নান্দনিকতা এবং কার্যকারিতার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য তৈরি করে। 

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে new tvs ronin 225 জানুন দাম ফিচার এবং স্পেসিফিকেশন 3

এছাড়া, স্পেশালি ডিজাইন করা ওয়াইড-ব্লক ট্রেড টায়ার এবং সেগমেন্টে প্রথম ৯-স্পোক মেশিনড অ্যালয় হুইল এর সাথেই বাইকটির গ্রিপ এবং অ্যাপিয়্যারেন্স আরও শক্তিশালী হয়েছে। তবে সবচেয়ে ইউনিক ফিচার হলো এর অ্যাসিম্যাট্রিক স্পিডোমিটারটি। প্রচলিত ডিজাইনের বাইরে গিয়ে এটিকে একদিকে স্থাপন করা হয়েছে, যা রাইডারকে প্রতিটি যাত্রায় একটি ভিন্নধর্মী এবং আধুনিক অনুভূতি দেয়।

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে new tvs ronin 225 জানুন দাম ফিচার এবং স্পেসিফিকেশন 4

New TVS Ronin 225 টেকনোলজি

এই বাইকটিতে টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস সহ রেইন ও আরবান মোড। যার সাহায্যে আপনি ভেজা রাস্তা হোক বা শহরের ব্যস্ত ট্রাফিক, নিরাপদভাবে ব্রেক করতে পারবেন। বাইকের স্থায়িত্ব এবং নিয়ন্ত্রণের জন্য এতে টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড-ডাউন (USD) ফ্রন্ট সাসপেনশন। যার সাহায্যে আপনি যেকোনো গতিতে বাইক চালানোর সময় অসাধারণ কন্ট্রোল এবং স্টেবিলিটি পাবেন।

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে new tvs ronin 225 জানুন দাম ফিচার এবং স্পেসিফিকেশন 5

এতে আছে Glide Through Technology (GTT), যার মাধ্যমে আপনি ১ম, ২য় অথবা ৩য় গিয়ারে ক্লাচ ছেড়ে খুব সহজেই ধীরে ধীরে বাইক চালাতে পারবেন, তাও আবার অ্যাকসেলারেটর ছাড়াই বিশেষ করে ট্রাফিকের সময় এই ফিচারটি বেশ কাজে দেয়। Feather Touch ISG ফিচারটি ইঞ্জিন স্টার্ট করাকে আরও সহজ এবং শান্ত করে তোলে, যা একটি হালকা স্পর্শেই কাজ করে এবং রাইডারদের জন্য একটি প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে।

এই বাইকটিতে টেকনোলজি হিসেবে আরো পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি ও ভয়েস অ্যাসিস্ট, যার সাহায্যে আপনি মোবাইলের সঙ্গে বাইককে কানেক্ট করে নেভিগেশন, কল/এসএমএস এলার্ট এবং রাইড অ্যানালাইসিস সহজেই পেতে পারেন। ভয়েস কমান্ডে বাইক নিয়ন্ত্রণ করাও সম্ভব, যা রাইডিংকে আরও স্মার্ট করে তোলে।

এছাড়া রয়েছে ইনস্ট্যান্ট কল/এসএমএস এলার্ট, ডিস্ট্যান্স টু এম্পটি (DTE), গিয়ার শিফট ইন্ডিকেটর এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইনহিবিটর যেগুলো রাইডারকে সময়মতো জ্বালানি ফুরানোর সতর্কতা, গিয়ার পরিবর্তনের সঠিক নির্দেশনা এবং বাড়তি নিরাপত্তা দিয়ে থাকে। 

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে new tvs ronin 225 জানুন দাম ফিচার এবং স্পেসিফিকেশন 6

New TVS Ronin 225 ইঞ্জিন ও পারফরমেন্স

TVS Ronin 225 একটি ক্রুজার ডিজাইনের বাইক। যেখানে ব্যবহার করা হয়েছে 225.9 সিসির, ৪ স্ট্রোক, ৪ ভাল্ভ, এসওএইচসি (SOHC) প্রযুক্তির অয়েল কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭৭৫০ আরপিএম-এ ২০.৪ পিএস হর্সপাওয়ার শক্তি এবং ৩৭৫০ আরপিএম-এ ১৯.৯৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিন সেটআপ রাইডারকে দেয় স্মুথ ও পাওয়ারফুল রাইডিং এক্সপেরিয়েন্স, বিশেষ করে শহরের রাস্তায় বা হাইওয়েতে আরামদায়ক গতির নিশ্চয়তা দেয়।

উচ্চগতির জন্য মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ৫-স্পিড গিয়ারবক্স, যা গিয়ারের পরিবর্তনকে আরও মসৃণ করে তোলে। নিরাপত্তার জন্য বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেখানে রয়েছে রেইন ও আরবান এবিএস মোড—যা রাইডারকে ভেজা কিংবা জটিল রাস্তাতেও আত্মবিশ্বাসের সঙ্গে ব্রেক করতে সাহায্য করে। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১২০–১৩০ কিলোমিটার পর্যন্ত তুলতে সক্ষম এবং প্রতি লিটারে ৩৫–৪০ কিলোমিটার মাইলেজ দিতে পারে (রাইডিং কন্ডিশন অনুযায়ী)। সব মিলিয়ে, পারফরমেন্স ও নিয়ন্ত্রণ দুটোর দিক থেকেই TVS Ronin 225 নিঃসন্দেহে একটি ব্যালান্সড এবং প্রিমিয়াম বাইক।

আরো পড়ুন: নতুন TVS Apache RTR 200 4V এখন বাংলাদেশে! দাম, ফিচার ও স্পোর্টি লুক নিয়ে চমক

New TVS Ronin 225 বাংলাদেশে দাম কত?

এই বাইকটির বর্তমান ইন্ডিয়ায় এক্স শোরুম মূল্য হল ১ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। রনিনের এই বাইকটি বাংলাদেশে এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, অফিসিয়ালি বাইকটির বর্তমান মূল্য রয়েছে ৪ লক্ষ টাকা। বাইকটির অফিসিয়ালি লঞ্চ হওয়ার পরে এর দাম কিছুটা বাড়তে পারে।

আপনি যদি এমন আপডেট পেতে চান প্রতিনিয়ত তাহলে আমাদের ওয়েবসাইট ফলো করে রাখুন। এবং নিয়মিত ভিজিট করুন। পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

- Advertisement -
Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here