LMC8.4 ক্যামেরা দিয়ে iPhone এর মতো ছবি তুলুন Android ফোনে

আপনাদের একটি এন্ড্রয়েড ফোন থেকে থাকে এবং আপনি চান আইফোনের মত ছবি তুলতে। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। বন্ধুরা আমরা প্রত্যেকেই সুন্দর সুন্দর ছবি তুলতে অনেকেই ভালোবাসি। আমাদের এন্ড্রয়েড ফোনে আমরা যখন একটি ছবি তুলি তখন সেই ছবিটির নরমাল ভাবে হয়। কিন্তু একটি আইফোনে ছবি তোলার সাথে সাথে সেই ছবিটি একটি প্রিমিয়াম লুক নেয়। যার জন্য সেই ছবিটা কে অনেক সুন্দর দেখায়।

তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এমন একটি অ্যাপস। যে অ্যাপসের সাহায্যে আপনি iphone ফোনের ক্যামেরার মত এন্ড্রয়েড ফোনে ছবি তুলতে পারবেন। তাও আপনি জাস্ট এক ক্লিক করলেই আপনার ছবিটি হয়ে যাবে iphone এর মত।

গুগল ক্রোমা ব্রাউজার ব্যবহার করলে ৩টি সেটিংস এখুনি বন্ধ করুন

তার জন্য বন্ধুরা আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পাবেন না তাই আমি এই পোস্টের নিচে ডাউনলোড লিংক দিয়ে দেব।

এখান থেকে আপনি LMC8.4 এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এবং এই অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে যে সকল কাজ করতে হবে তা আমি নিচে স্টেপ বাই স্টেপ দেখাবো।

কিভাবে LMC8.4 ডাউনলোড করবেন

Step 1: প্রথমে আমি এই পোস্টের নিচে ডাউনলোড নামে একটি বাটন পাবেন। সেই বাটনে ক্লিক করে একটি zip ফাইল ডাউনলোড করে নিবেন।

Step 2: আপনি যখন আমার নিচের লিঙ্ক থেকে Zip File টি ডাউনলোড করবেন। তখন আপনার My File বা File Manager এর মধ্যে Download ফোল্ডারে জিপ-ফাইলটি পাবেন।

কিভাবে Zip File কে Unzip File করবেন

আপনি যে ফাইলটি ডাউনলোড করছেন সেই ফাইলটি আনলক করার জন্য। সেই ফাইলটির পর আপনি ক্লিক করুন।

  • নিচে দেখুন লেখা আছে ” Extract file ” বাটনে ক্লিক করুন।
  • তারপর ” Select Folder ” বাটনে ক্লিক করুন।
  • এবার উপরে ” Create ” বাটনে ক্লিক করুন।
  • যেকোন একটি ফোল্ডার নাম দিয়ে ” OK ” বাটনে ক্লিক করুন।
  • পরে নিচে দেখুন ” Extract Here ” বাটনে ক্লিক করুন।
  • তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড হল 6252 লিখে OK বাটনে ক্লিক করুন।

কিভাবে LMC8.4 অ্যাপ ইনস্টল করবেন

আপনি যে ফাইলে Zipfile টি আনলক করে রাখছেন সেই ফাইলে যান।

  • এখানে কয়েকটি ফাইলের মধ্যে আপনাকে ঢুকতে হবে।
  • তারপর আপনার কাছে অনেক গুলো ফাইল সহ Apps দেখাবে।
  • সেখান থেকে LMC এপসটি Install করে নিন।

LMC কাস্টম ফাইল তৈরি

আপনি যেখান থেকে অ্যাপটি ইনস্টল করেছেন তার নিচে দেখুন ৬টি ফাইল রয়েছে।

  • এই ৬ টি ফাইল একাসথে চেপে ধরে সিলেক্ট করে নিন।
  • তারপর নিচপ দেখুন ” Move ” অপসন আছে সেখানে ক্লিক করুন।
  • এরপর আবারও একটি ফাইল Create করুন। তাই উপরে Create বাটনে ক্লিক করুন।
  • তারপর ফাইলটির নাম দিন LMC8.4 এটা। অবশ্যই এই নাম দিতে হবে। তারপর Ok বাটনে ক্লিক করুন।
  • এরপর নিচে ” Move Here ” বাটনে ক্লিক করুন।

আপনি যদি আমার ওপরে দেখানো নিয়ম অনুসারে সকল স্টেপ পূরণ করেন। তাহলে আমি মনে করি আপনি সফলভাবে অ্যাপসটি ইন্সটল করতে পারছেন এবং ফাইলগুলো সাজাতে পারছেন। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এই ক্যামেরা অ্যাপস টি কাজ নাও করতে পারেন।

আর হ্যাঁ, samsung এর কিছু ফোনে এই অ্যাপটি সাপোর্ট করবে না। এছাড়া আরো বেশ কিছু ব্রান্ডের ফোনে এই ক্যামেরা অ্যাপস টি সাপোর্ট করবে না। তবে বেশি না কিছু স্মার্টফোনে।

কিভাবে LMC8.4 Camera দিয়ে ছবি তুলবেন

LMC ক্যামেরাটি ওপেন করলে কিছু পারমিশন চাইবে সেগুলো ” Allow ” করে দিবেন।

তারপর IPhone এর ফিল্টার এড করার জন্য নিচে ছবি তোলার বাটনের পাশে যেকোন খালি জায়গায় “ডাবল ক্লিক” করুন।

  • তাহলে আপনার কাছে একটি পপআপ শো করবে।
  • এখানে নিচের দিক তীব আইকেন ক্লিক করে আপনার পছন্দের ফিল্টারটি এড করে নিন।
  • আপনি এই ভাবে ডাবল ক্লিক করে যেটা ইচ্ছে সেটা এড করতে পারবেন।
  • তাই আপনি একটি ফাইল সিলেক্ট করে ” Import ” বাটনে ক্লিক করুন।

আর আপনি এইভাবে সাইটি ফিল্টার ইমপোর্ট করে ছবি তুলতে পারবেন। ছবিটি তোলার পর গ্যালারিতে সেভ হওয়ার সময় কিছু সেকেন্ড লোড নিবে। এই লটটি সম্পন্ন হয়ে গেলে অটোমেটিক এডিটিং করা ছবিটি আপনার ফাইলটি সেভ হবে।

আপনি যদি এরপরও না বুঝে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টেলিগ্রামে

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *