Kawasaki Eliminator 400 Plaza এডিশন উন্মোচনের মাধ্যমে জাপানে নতুন মাত্রা যোগ করল বিশ্বখ্যাত এই মোটরসাইকেল ব্র্যান্ড। বিশেষ সংস্করণ হিসেবে আনা এই ক্রুজার বাইকটি নকশা, রঙের ব্যবহার এবং ব্যবহারিক ফিচারের দিক থেকে একে আলাদা করেছে স্ট্যান্ডার্ড এলিমিনেটরের তুলনায়।
নতুন রঙে অনন্য পরিচয়

Kawasaki Eliminator 400 Plaza এডিশনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর মারুন ও কালো ডুয়াল-টোন পেইন্ট স্কিম। এই নতুন রঙের সংমিশ্রণ বাইকটিকে দিয়েছে প্রিমিয়াম চেহারা, যা একে আলাদা করে তুলেছে অন্যান্য সংস্করণ থেকে। ক্রুজার-প্রাণবন্ত ডিজাইনে রয়েছে রেকড ফ্রন্ট এন্ড, লো-স্লাং ভঙ্গি এবং ফ্ল্যাট হ্যান্ডেলবার।
আরো পড়ুন: ভারতে আসছে ৭ আসনের হাইব্রিড এসইউভি: হুন্ডাই থেকে টয়োটা
ইঞ্জিন ও পারফরম্যান্স
শক্তিশালী ৪৫১ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিনে সজ্জিত এই বাইকটি ৪৪.৭ হর্সপাওয়ার এবং ৪২.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করে। ছয়-গতির গিয়ারবক্স বাইকটিকে দেয় মসৃণ ও বহুমুখী পারফরম্যান্স।
প্রযুক্তি ও ফিচার

কাওয়াসাকি এলিমিনেটর ৪০০ প্লাজা এডিশনে রয়েছে ট্রেলিস ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক। নিরাপত্তার জন্য ডিস্ক ব্রেকের সঙ্গে যুক্ত করা হয়েছে এবিএস সিস্টেম। বাইকটিতে এলইডি লাইট, রাইড মোড, ট্র্যাকশন কন্ট্রোল, নেভিগেশন এবং ডিজিটাল কনসোলসহ আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।
আরো পড়ুন: মাত্র ৯৩ হাজারে বাজারে টিভিএস জুপিটার স্টারডাস্ট ব্ল্যাক এডিশন, থাকছে নতুন ফিচার
এছাড়া হ্যান্ডেলবারে দেওয়া হয়েছে ইউএসবি-সি চার্জিং সকেট। আরও বিশেষত্ব হলো জিপিএস-সক্ষম ডুয়াল ক্যামেরা সিস্টেম, যা ড্যাশক্যামের মতো ভিডিও রেকর্ডিং সুবিধা দেবে—এটি বর্তমানে অধিকাংশ বাইকে খুবই বিরল।
নকশা, ফিচার এবং প্রযুক্তির অনন্য সমন্বয়ে কাওয়াসাকি এলিমিনেটর ৪০০ প্লাজা এডিশন নিঃসন্দেহে ক্রুজার প্রেমীদের জন্য এক বিশেষ সংযোজন। মারুন-কালো রঙের নতুন স্কিম ও আধুনিক ফিচার বাইকটিকে অন্যসব সংস্করণ থেকে আলাদা করেছে।