Thursday, August 21, 2025
HomeJBL Quantum 950, 650 ও 250 হেডসেট লঞ্চ থাকছে 50mm ড্রাইভার ও...

JBL Quantum 950, 650 ও 250 হেডসেট লঞ্চ থাকছে 50mm ড্রাইভার ও স্পেশাল সাউন্ড

টেক ডেস্ক: জনপ্রিয় অডিও ব্র্যান্ড JBL তাদের নতুন JBL Quantum সিরিজের তিনটি হেডসেট – Quantum 950, Quantum 650 এবং Quantum 250 আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। সবগুলো মডেলেই রয়েছে 50mm কার্বন ডায়নামিক ড্রাইভার এবং স্পেশাল সাউন্ড সাপোর্ট। তবে সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি এসেছে Quantum 950-তে, যেখানে থাকছে 3D Head Tracking প্রযুক্তি।

JBL Quantum 950

  • Quantum সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল এটি।
  • 50mm কার্বন ড্রাইভার ও স্পেশাল সাউন্ড সহ 3D হেড ট্র্যাকিং
  • ডুয়াল কানেক্টিভিটি: 2.4GHz লো-ল্যাটেন্সি ডঙ্গল ও Bluetooth 5.3
  • বেস স্টেশন: RGB লাইটিং, EQ প্রিসেট ও গেম-চ্যাট ব্যালেন্স কন্ট্রোল
  • অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ও Ambient Aware মোড
  • ব্যাটারি: 25 ঘণ্টা + অতিরিক্ত হট-সোয়াপেবল ব্যাটারি
  • Zoom সার্টিফাইড
  • কালার: কালো ও সাদা
  • দাম: ৳ 49,527

JBL Quantum 650

  • মিড-রেঞ্জ মডেল হলেও যথেষ্ট ফিচার সমৃদ্ধ।
  • 50mm ড্রাইভার ও স্পেশাল সাউন্ড
  • কানেক্টিভিটি: 2.4GHz ডঙ্গল ও Bluetooth 5.3
  • RGB লাইটিং ও নয়েজ ক্যানসেলেশন নেই
  • 6mm বুম মাইক্রোফোন
  • ব্যাটারি লাইফ: সর্বোচ্চ 45 ঘণ্টা
  • রিপ্লেসেবল পার্টস (মাইক্রোফোন, কুশন, কেবল ইত্যাদি)
  • Zoom সার্টিফাইড
  • কালার: কালো, সাদা, বেগুনি ও টিল
  • দাম: ৳ 21,225

আরো দেখুন: ভারতে রিয়েল মানি গেমে নিষেধাজ্ঞা: ২৩ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ অনিশ্চিত

JBL Quantum 250

  • এন্ট্রি-লেভেল মডেল হলেও গেমারদের জন্য সাশ্রয়ী অপশন।
  • 50mm কার্বন ড্রাইভার ও স্পেশাল সাউন্ড
  • ওয়্যারড 3.5mm কানেকশন
  • নয়েজ ক্যানসেলেশন বা RGB লাইটিং নেই
  • 6mm বুম মাইক্রোফোন
  • রিপ্লেসেবল পার্টস সাপোর্ট
  • Zoom সার্টিফিকেশন নেই
  • কালার: কালো, সাদা, বেগুনি ও টিল
  • দাম: 8,489
Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ