অ্যাপল এবার ভাঙতে যাচ্ছে তাদের দীর্ঘদিনের অভ্যাস। iPhone 18 সিরিজ থেকে শুরু হচ্ছে নতুন লঞ্চ সাইকেল, যেখানে বছরে দু’বার আলাদা ইভেন্টে আসবে ভিন্ন ভিন্ন মডেল। শুধু তাই নয়, আসছে বহু প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন। ফলে ২০২৬ থেকে আইফোনপ্রেমীরা পাবেন সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।
বদলে যাচ্ছে আইফোন লঞ্চের ধারা
বছরের পর বছর সেপ্টেম্বরেই সব মডেল একসাথে উন্মোচন করত অ্যাপল। কিন্তু iPhone 18 সিরিজ থেকে তারা নিয়ে আসছে ভিন্ন কৌশল। এখন থেকে এক বছরে দুই ধাপে লঞ্চ হবে আইফোন।
২০২৬ সালের সেপ্টেম্বরের বড় ইভেন্ট
প্রথম ইভেন্ট হবে সেপ্টেম্বর ২০২৬-এ। এখানে আসবে iPhone 18 Air, iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং সবচেয়ে আলোচিত ফোল্ডেবল আইফোন।
২০২৭ সালের শুরুতে দ্বিতীয় ইভেন্ট
শুধু সেপ্টেম্বর নয়, ২০২৭ সালের শুরুর দিকে আসবে আরেকটি ইভেন্ট। সেখানে লঞ্চ হবে ভ্যানিলা iPhone 18 এবং আরও সাশ্রয়ী মডেল iPhone 18e।
ধারাবাহিকভাবে চলবে নতুন সাইকেল
এই নতুন সময়সূচি শুধু iPhone 18 সিরিজের জন্য নয়, বরং iPhone 19 সিরিজ থেকেও একই ধারা বজায় থাকবে। অর্থাৎ প্রিমিয়াম মডেলগুলো আসবে সেপ্টেম্বরে, আর সাধারণ ও বাজেট মডেলগুলো আসবে পরের বছর শুরুর দিকে।
ফোল্ডেবল আইফোনের প্রথম ঝলক
বছরের পর বছর গুঞ্জনের পর অবশেষে iPhone 18 সিরিজেই প্রথম দেখা মিলতে পারে ফোল্ডেবল আইফোনের। এটি হবে অ্যাপলের সবচেয়ে বড় চমক, যা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে স্যামসাংয়ের গ্যালাক্সি Z সিরিজের সঙ্গে।
আরো পড়ুন: Pixel 10 Pro XL বেঞ্চমার্ক স্কোর ফাঁস: নতুন Tensor G5 চিপ কতটা এগিয়ে?
ব্যবহারকারীদের জন্য এর মানে কী?
এই নতুন সাইকেলের ফলে ব্যবহারকারীরা পাবেন বেশি সময়ে নতুন নতুন অপশন, একইসাথে বাজেট ও প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে আরও স্পষ্ট পার্থক্য। তবে এতদিনের অভ্যস্ত সেপ্টেম্বর লঞ্চে যারা অপেক্ষা করতেন, তাদের এখন বছরের শুরুতেও নজর রাখতে হবে।