Thursday, August 21, 2025
HomeiPhone 17e স্পেসিফিকেশন ফাঁস: কী থাকছে নতুন এই বাজেট আইফোনে?

iPhone 17e স্পেসিফিকেশন ফাঁস: কী থাকছে নতুন এই বাজেট আইফোনে?

অ্যাপল তাদের iPhone SE সিরিজ এর জায়গায় নতুনভাবে এনেছে ‘e’ সিরিজ। চলতি বছরের শুরুতে এসেছে iPhone 16e, আর এখন সামনে এলো iPhone 17e নিয়ে চমকপ্রদ তথ্য। ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে, আসছে একদম নতুন ডিজাইন, শক্তিশালী A19 চিপ, আর উন্নত ক্যামেরা সিস্টেম।

কবে আসছে iPhone 17e

গুঞ্জন অনুযায়ী, আগামী বসন্তেই বাজারে আসতে পারে iPhone 17e। ঠিক যেমন ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল iPhone 16e, এবারও একই ধারা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ডিসপ্লে ও ডিজাইন

এই ফোনে থাকবে ৬.১ ইঞ্চির OLED স্ক্রিন, তবে রিফ্রেশ রেট থাকবে সাধারণ ৬০Hz। আগের মতোই থাকবে Dynamic Island ডিজাইন, তবে বাইরের দিকে একদম নতুন লুক দিতে যাচ্ছে অ্যাপল।

ক্যামেরার উন্নতি

সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং Face ID সাপোর্ট। পিছনে থাকছে শক্তিশালী ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা বাজেট রেঞ্জের মধ্যে বেশ আকর্ষণীয়।

শক্তিশালী প্রসেসর

iPhone 17e আসবে সর্বশেষ A19 চিপসেট সহ, যা মূলত ফ্ল্যাগশিপ iPhone 17 সিরিজেও ব্যবহার করা হবে। এতে আগের মডেল iPhone 16e এর তুলনায় দ্রুত গতি ও ভালো পারফরম্যান্স মিলবে।

আরও কী পরিবর্তন আসতে পারে

ফাঁস হওয়া তথ্যে ব্যাটারি বা অন্যান্য ফিচার নিয়ে কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অ্যাপল হয়তো ব্যাটারি ব্যাকআপ ও সফটওয়্যার অপ্টিমাইজেশনে কিছু বাড়তি চমক দিতে পারে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ