Wednesday, September 3, 2025
HomeiPhone 17 Pro Max হাতে, ক্যামেরা ডিজাইনের বড় পরিবর্তনের ভিডিও ভাইরাল

iPhone 17 Pro Max হাতে, ক্যামেরা ডিজাইনের বড় পরিবর্তনের ভিডিও ভাইরাল

অ্যাপল আগামী ৯ সেপ্টেম্বর আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ইভেন্ট। এই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত iPhone 17 সিরিজ। এবার একসাথে চারটি মডেল বাজারে আসবে— iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।

ইতিমধ্যেই চীনের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছোট ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হাতে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে iPhone 17 Pro Max। ধারণা করা হচ্ছে, এটি উৎপাদন লাইনের ভেতর থেকে ফাঁস হওয়া ফুটেজ। যদিও আসল নাকি শুধু ডামি ইউনিট—তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

লিক হওয়া ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে ফোনটির পেছনের ডিজাইনে বড়সড় পরিবর্তন। বিশেষ করে ক্যামেরা আইল্যান্ড পুরোটা জুড়ে জায়গা নিয়েছে, যা আগের যেকোনো আইফোনের চেয়ে আলাদা। ক্যামেরার বিশাল এই অংশকে কম চোখে পড়ার মতো করতে পিছনের অংশে নতুন এক ধরনের আউটলাইন যোগ করা হয়েছে।

আরো দেখুন: Tecno Spark Slim: মাত্র 5.95mm পুরু, এ কি নতুন সুপারস্টার স্মার্টফোন?

তবে বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময়ই অ্যাপলের নতুন ফোন আসার আগে এমন ডামি মডেল বা প্রোটোটাইপ ফাঁস হয়। তাই এটি আসল কিনা, নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি। তবুও এতটুকু পরিষ্কার, iPhone 17 সিরিজের ডিজাইনে বড় পরিবর্তন আসছে এবং সেটি আমরা দেখতে পাবো সেপ্টেম্বরের ইভেন্টেই।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ