Inifinix Note 50s 5G+ লঞ্চ করবে ১৮ই এপ্রিল দারুণ ফিচার নিয়ে ২৯,০০০ টাকায়

- Advertisement -

Inifinix Note 50s 5G+ লঞ্চ ১৮ই এপ্রিল

Inifinix নিয়ে আসছে নতুন স্মার্ট ফোন Note 50s 5G+ থাকছে নতুন টেকনোলজি। ফোনটি অফিসিয়ালি ভাবে এই মাসের ১৮ই এপ্রিল ভারতে লঞ্চ করা হবে তারপর বাংলাদেশে অফিসিয়ালি ভাবে লঞ্চ করা হবে।

ইতিমধ্য Inifinix লঞ্চ করেছে Inifinix Note 50x 5G+ তাই এরপরের ফোন হচ্ছে নোট সিরিজ Inifinix Note 50s 5G+ স্মার্ট ফোন। Inifinix Note 50x 5G+ এই ফোনটির দাম বাংলাদেশের বাজারে ১৮,০০০ টাকা থেকে শুরু হবে। তবে এই ফোনটি বাংলাদেশের বাজারে এখনো লঞ্চ করা হয়নি তবে আশা করা যায় এই ২-৩ সপ্তাহের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে।

তারপর পরই বাংলাদেশের লঞ্চ করা হবে Inifinix Note 50s 5G+ স্মার্ট ফোন। তবে এই ফোনটির দাম আগের ফোন থেকে দ্বিগুণ হবে। ফোনটির আনুমানিক বাংলাদেশের দাম হবে ২৯ হাজার টাকা। তবে শুধুমাত্র ১৮ই এপ্রিল ভারতে অফিসিনিভাবে লঞ্চ করবে। আর ভারতে এই ফোনটির দাম রয়েছে ২০ হাজার টাকা।

এই ফোনটিতে মেইন ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল সনি সেন্সরের ক্যামেরা। বুঝতে তো পারছেন ক্যামেরার পারফরম্যান্স কতটা ভালো হবে। তাছাড়া এই ফোনটির বিষয়ে অন্য কোন স্পেসিফিকেশন জানা যায়নি। আমরা এ বিষয়ে তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব। তাই আমাদের ওয়েবসাইট সেভ করে রাখুন এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হন।

Inifinix note 50s 5g model

এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন ইনফিনিক্স ব্রান্ডের ইন্ডিয়ার সিইও অনীশ কাপুর। তিনি তার হাতে Inifinix Note 50s 5G+ স্মার্ট ফোনটি ধরে রয়েছেন এবং তিনি পিছনে ধরে মডেলটি দেখাচ্ছেন। এই ফোনটিতে মেইন ক্যামেরার পাশাপাশি দুইটি সেন্সর ক্যামেরা রয়েছে এবং একটি রিং লাইট। তার পাশে রয়েছে ডুয়েল প্লাস। এই ফোনটি তিনটি কালার এ পাওয়া যাবে এবং এই ফোনটির নেটের খরচে ফাইভ-জি প্লাস।

এই পন্টের ব্যাক পার্ট থাকবে লেদার কাপড়ের তাই ফোনটি আপনি কোন প্রকার পেছনে স্টিকার লাগানো ছাড়াই ব্যবহার করতে পারবেন। তাছাড়া কোনটিতে কোন প্রকার ইসকাস পরবে না। ফোনটির মডেল দেখতে এক কথায় অসাধারণ তাই আমরা খুব শীঘ্রই এই ফোনটির পরবর্তী আপডেট নিয়ে আসতেছি

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here