একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে – HSC Admission Fee 2024
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনার অনেকেই জানতে চেয়েছেন যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে মোট কত টাকা লাগবে। এর কারণ হলো আপনাকে কলেজে ভর্তি হওয়ার আগেই টাকা প্রদান করতে হবে সেটা আবার অনলাইনে। সেহেতু আপনাকে আগে থেকেই টাকা গুছিয়ে রাখতে হবে।
একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন ফি কত টাকা
একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন ফি আগেই পেমেন্ট করতে হবে বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকিং এর মাধ্যমে। তারপর অনলাইন আবেদন সাবমিট করতে পারবেন। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফি ১৫০- টাকা।
আপনি নিজে মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইনে আবেদন করলে 150 টাকা ফি দিতে হবে। আর আপনি যদি অন্য কোন দোকান থেকে অনলাইনে ভর্তির জন্য আবেদন করেন সেক্ষেত্রে যে আবেদন করে দিবে তাকে ৫০ টাকা দিতে হবে।
HSC Admission 2024 Date – একাদশ শ্রেণিতে অনলাইন আবেদন, ভর্তি শুরু ও শেষ তারিখ
একাদশ শ্রেণীতে ভর্তির নিশ্চায়ন ফি কত টাকা
ভর্তির জন্য অনলাইনে আবেদন করার পর যদি আপনাকে কলেজ থেকে এপ্রুভ করে। তাহলেই আপনাকে কিন্তু ওই কলেজে ভর্তি হওয়ার জন্য নিশ্চায়ন ফি আগেই দিতে হবে। ভর্তির নিশ্চায়ন ফি মোট ৩৩৫-/ টাকা।
একাদশ শ্রেণীতে ভর্তি ফি কত টাকা
আপনি যখন অনলাইনে কলেজের নিশ্চায়ন ফি জমা দিবেন তার কিছুদিন পরেই কলেজ থেকে ভর্তির তারিখ ঘোষণা করবে। সেই তারিখে গিয়ে আপনাকে ভর্তির ফি জমা দিতে হবে। একাদশ শ্রেণীতে ভর্তির ফি বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হবে। যেমন:
এমপি ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে
- যেসকল কলেজ ঢাকা মেট্রোপলিটন এর মধ্যে অবস্থিত সেসকল কলেজের ভর্তি ফি বাংলা ভার্সনে =৫,০০০-/ টাকা ও ইংরেজি ভার্সনে =৫,০০০-/ টাকা।
- যেসকল কলেজ মেট্রোপলিটন (ঢাকা ব্যতীত) এর মধ্যে অবস্থিত সেসকল কলেজের ভর্তি ফি বাংলা ভার্সনে =৩,০০০-/ টাকা ও ইংরেজি ভার্সনে =৩,০০০-/ টাকা।
- যেসকল কলেজ জেলা এর মধ্যে অবস্থিত সেসকল কলেজের ভর্তি ফি বাংলা ভার্সনে =২,০০০-/ টাকা ও ইংরেজি ভার্সনে =২,০০০-/ টাকা।
- যেসকল কলেজ উপজেলা/ মফস্বল এর মধ্যে অবস্থিত সেসকল কলেজের ভর্তি ফি বাংলা ভার্সনে =১,৫০০-/ টাকা ও ইংরেজি ভার্সনে =১,৫০০-/ টাকা।
নন-এমপি ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে
- যেসকল কলেজ ঢাকা মেট্রোপলিটন এর মধ্যে অবস্থিত সেসকল কলেজের ভর্তি ফি বাংলা ভার্সনে =৭,৫০০-/ টাকা ও ইংরেজি ভার্সনে =৮,৫০০-/ টাকা।
- যেসকল কলেজ মেট্রোপলিটন (ঢাকা ব্যতীত) এর মধ্যে অবস্থিত সেসকল কলেজের ভর্তি ফি বাংলা ভার্সনে =৫,০০০-/ টাকা ও ইংরেজি ভার্সনে =৬,০০০-/ টাকা।
- যেসকল কলেজ জেলা এর মধ্যে অবস্থিত সেসকল কলেজের ভর্তি ফি বাংলা ভার্সনে =৩,০০০-/ টাকা ও ইংরেজি ভার্সনে =৪,০০০-/ টাকা।
- যেসকল কলেজ উপজেলা/ মফস্বল এর মধ্যে অবস্থিত সেসকল কলেজের ভর্তি ফি বাংলা ভার্সনে =২,৫০০-/ টাকা ও ইংরেজি ভার্সনে =৩,০০০-/ টাকা।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আপনি নিজেই হিসাব করে নিন যে আপরা কত টাকা লাগবে। কারণ এখানে নির্দিষ্ট করে কার কত টাকা লাগবে সেটা বলা যাবে না। কারণ এক এক কলেজ ভিন্ন ভিন্ন এরিয়া ভিত্তিক।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হলেই আমরা আপনাদেরকে কিভাবে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন এ সম্পর্কে একটি পোস্ট দিব। সেই পোস্টটি দেখে আপনি নিজেই ঘরে বসে আপনার মোবাইল দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। তার জন্য আমাদের গুগল নিউজটি ফলো করে রাখুন।