Thursday, August 21, 2025
HomeHonours 2nd Year Board Challenge 2024 - অনার্স ২য় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ...

Honours 2nd Year Board Challenge 2024 – অনার্স ২য় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

Honours 2nd year board challenge 2024 - অনার্স ২য় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

Honours 2nd Year Board Challenge 2024 – অনার্স ২য় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে খারাপ রেজাল্ট অথবা ফেল করেছেন। তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন এ বিষয় নিয়ে আজকের পোস্ট।

তো বন্ধুরা আপনি যদি মনে করেন আপনি যে সাবজেক্টে খারাপ করেছেন সেটি কখনই খারাপ আসার কথা নয়। আপনি খুবই ভাল পরীক্ষা দিয়েছেন তবুও আপনাকে কম মার্ক দেওয়া হয়েছে অথবা ফেল করে দেয়া হয়েছে।

যদি এরকম কোন ঘটনা হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারবেন। যেহেতু বন্ধুরা আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করবেন এত ফি টাকা টা কিন্তু অনেকটাই বেশি। তাই অযথা টাকা নষ্ট না করে যদি আপনি মনে করেন আপনি খুবই ভালো পরীক্ষা দিছেন কিন্তু আপনাকে খারাপ করে দেওয়া হয়েছে। তাহলেই কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের কোন নোটিশ বোর্ড কর্তৃপক্ষ দেয় না। তবে তারা জানিয়ে দেয় যে কত তারিখ থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।

অনার্স দ্বিতীয় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ অনলাইনে আবেদন করার নিয়ম

প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি নিজেই আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে পারবেন। কিভাবে নিখুঁতভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন তা স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হল:

অনার্স দ্বিতীয় বর্ষ বোর্ড চ্যালেঞ্জের শেষ সময়

অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ ৩০ শে জুন ২০২৪। যেহেতু ৩০ তারিখে বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ সেহেতু আপনারা ৩০ তারিখের আগেই বোর্ড চ্যালেঞ্জে আবেদন করবেন অনলাইনে। তবে বন্ধুরা আমি বলব আপনারা ১৫ ই জুন তারিখের মধ্য অনলাইনে বোর্ড চ্যালেঞ্জের আবেদন সম্পূর্ণ করুন। 

মোবাইল দিয়ে অনার্স দ্বিতীয় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং কোথায় কোথায় যেতে হবে এবং কি কি কাজ করতে হবে এ বিষয়ে আমি নিচের ছবি ও দিয়ে দিব।

প্রথমে আপনি যে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করুন ” nu ac bd ” লিখে। তাহলে আপনার কাছে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেটির উপর ক্লিক করুন।

Go to: https://www.nu.ac.bd/

Honours 2nd year board challenge 5

এরপর ওয়েবসাইটের হোমপেজে ‘ 3dot Manu ” বাটনে ক্লিক করুন। এবং নিচে দেখুন ‘ Service ‘ নামে একটা অপসন রয়েছে ক্লিক করুন। তারপর ২টি অপসন পাবেন নিচের অপশনে ক্লিক করে ” Sonali Seba ” বাটনে ক্লিক করুন।

Honours 2nd year board challenge 4

এর পরের পেজে আসুন সেখানে উপরে কিছু মেনু দেওয়া আছে সেখানে ‘ Student Fee ” বাটনে ক্লিক করে ” re scrutiny fee ” অপসনে ক্লিক করে পরের পেজে যান।

এর পরের পেজে আপনি Honours 2nd Year সিলেক্ট করে নিচে আপনার রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।

তারপর ” Search ” ক্লিক করুন

Honours 2nd year board challenge 1

তাহলে আবার পরের পেজে নিয়ে যাবে সেখানে আপনার নামসহ সকল বিষয় কোড দেখতে পারবেন। যদি সব আসে তাহলে ঠিক আছে না হলে ভুল আছে কোথায়ও।

এই পেজে আপনার ফোন নাম্বার লিখে দিন।

এবং আপনার কোন বিষয় ফেল বা কোন বিষয় আবেদন করবেন সেটি সিলেক্ট করুন।

এখনে প্রতি বিষয় এর জন্য ৮০০ টাকা ফি দিতে হবে।

সব ঠিক থাকলে Submit বাটনে ক্লিক করুন।

Honours 2nd year board challenge 2

পরবর্তী পেজে আপনাকে পেমেন্ট করার জন্য ২টি অপসন দিবে।

১. Download Payslip ( মানে আপনি সিলিপ ডাউনলোড করে সরাসরি কলেজে গিয়ে টাকা জমা দিতে পারবেন)

২. Online Payment ( মানে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট বা আরো বাংক এর মাধ্যমে)

আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেটির উপর ক্লিক করুন।

Online Payment করতে চাইলে নিচের ছবিগুলো দেখুন।

Honours 2nd year board challenge 3

বন্ধুরা আপনি যদি পেমেন্ট সম্পূর্ণ করে দেন তাহলেই কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এটি বোর্ড চ্যালেঞ্জে কোন রিপ্লাই মেসেজ আপনাকে দিবে না। তাই আপনার পেমেন্টটি সফল হয়েছে কিনা সেটি চেক করতে আবারো ওয়েবসাইটের সার্ভিস অপশনে গিয়ে সোনালী সেবা এর মধ্য গিয়ে। সেখানে আবারও স্টুডেন্ট ফি এরমধ্যে re scrutiny fee অপশন থেকে দেখুন ডান পাশে চেক পেমেন্ট নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিলেই দেখতে পারবেন।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ