Honor চুপিসারে বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন Honor Play 10। যদিও এখনো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা বড় কোনো অনলাইন স্টোরে এই ডিভাইসটি তালিকাভুক্ত হয়নি, তবে বিভিন্ন রিপোর্টে ফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন নিয়ে তথ্য সামনে এসেছে। এটি মূলত Honor Play সিরিজের নতুন বাজেট ফোন, যেখানে থাকছে বড় ব্যাটারি ও হালকা অপারেটিং সিস্টেম।
Honor Play 10 এ রয়েছে 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে (720×1600 পিক্সেল)। ফোনটির ওজন 189 গ্রাম এবং এতে দেওয়া হয়েছে IP52 রেটিং, যা ধুলো ও হালকা পানির ছিটে থেকে সুরক্ষা দেবে। কালারের দিক থেকে ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন Midnight Black, Starry Purple এবং Ocean Cyan অপশন।
এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81 চিপসেট, সঙ্গে রয়েছে সর্বোচ্চ 4GB RAM এবং 128GB স্টোরেজ। চাইলে ব্যবহারকারী মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। ফোনটি চলবে Android Go Edition এ, যা হালকা এবং এন্ট্রি-লেভেল হার্ডওয়্যারের জন্য উপযোগী।
আরো দেখুন: মাত্র ৬,৭৪৯ টাকায় এলো Lava Bold N1 5G – জানুন ফিচার ও অফার
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 13MP রিয়ার ক্যামেরা এবং সামনে সেলফির জন্য 5MP ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়েই 1080p ভিডিও রেকর্ড করা যাবে। আগের মডেলগুলোর মতোই এতে 3.5mm হেডফোন জ্যাক ও FM রেডিও রাখা হয়েছে।
Honor Play 10 এ আছে 5,000mAh ব্যাটারি যার সঙ্গে 10W চার্জিং সাপোর্ট রয়েছে (USB Type-C 2.0)। এছাড়াও ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, Bluetooth 5.1 এবং Wi-Fi 5 কানেক্টিভিটি।
সব মিলিয়ে Honor Play 10 হচ্ছে এমন একটি বাজেট স্মার্টফোন, যেখানে বড় ব্যাটারি, হালকা অ্যান্ড্রয়েড ভার্সন এবং বেসিক ফিচারগুলো রাখা হয়েছে। তবে এখনো অফিসিয়াল লঞ্চ ডেট বা দাম সম্পর্কে কিছু জানা যায়নি।