Thursday, November 6, 2025
HomeHonda WN7 Electric Motorcycle: ১৩০ কিমি রেঞ্জ ও দ্রুত চার্জিং সুবিধা নিয়ে...

Honda WN7 Electric Motorcycle: ১৩০ কিমি রেঞ্জ ও দ্রুত চার্জিং সুবিধা নিয়ে বাজারে

Honda WN7 Electric Motorcycle মোটরসাইকেল দুনিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। ১৩০ কিলোমিটার রেঞ্জ ও আধুনিক CCS2 দ্রুত চার্জিং সুবিধাসহ এটি তৈরি করা হয়েছে শহর ও লং রাইড—দুই ধরনের যাত্রীর কথা ভেবে। হোন্ডার ৭৫ বছরের অভিজ্ঞতার ছোঁয়া থাকায় এই বাইকটি বাইকপ্রেমীদের মাঝে আলাদা উত্তেজনা তৈরি করেছে।

শক্তিশালী মোটর ও টর্ক

Honda WN7 Electric Motorcycle-এ থাকছে ১৮ কিলোওয়াট (২৪ বিএইচপি) ক্ষমতার ওয়াটার-কুল্ড ইলেকট্রিক মোটর, যা ১০০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এই টর্ক সাধারণত বড় ক্যাপাসিটির পেট্রোল বাইকেই পাওয়া যায়, তাই ব্যবহারকারীরা দ্রুত এক্সেলারেশন ও মসৃণ রাইডিং অভিজ্ঞতা পাবেন। পারফরম্যান্সের দিক থেকে এটি ৬০০ সিসি পেট্রোল বাইকের সমপর্যায়ের দাবি করেছে হোন্ডা।

Honda wn7 electric motorcycle ১৩০ কিমি রেঞ্জ ও দ্রুত চার্জিং সুবিধা নিয়ে বাজারে 2
হোন্ডা নতুন ইলেকট্রিক বাইক। ছবি: ইউটিউব

দ্রুত চার্জিং সুবিধা

বাইকটিতে থাকছে CCS2 ফাস্ট চার্জিং প্রযুক্তি। মাত্র ৩০ মিনিটে ২০% থেকে ৮০% চার্জ হয়ে যায় ব্যাটারি। এ কারণে দীর্ঘ যাত্রায়ও চার্জিং নিয়ে বাড়তি দুশ্চিন্তা থাকবে না। শহুরে ব্যবহারকারীর জন্য এটি একটি দারুণ সুবিধা।

আরো পড়ুন: ৪ বছরে ১৬ লাখের বেশি বিক্রি! নতুন মাইলফলক ছুঁলো টিভিএস রেইডার ১২৫

আধুনিক ডিজাইন ও ফিচার

স্ট্রিটফাইটার স্টাইলের ডিজাইন, ফুল LED লাইটিং এবং ২০ লিটারের আন্ডারসিট স্টোরেজ এই বাইকটিকে করেছে ব্যবহারবান্ধব। ৫ ইঞ্চি TFT ডিসপ্লে-তে রাইডিং ডাটা সহজভাবে দেখা যায়, সঙ্গে থাকছে RoadSync অ্যাপ সাপোর্ট—যা দিয়ে ফোন কল, নেভিগেশন ও মিউজিক নিয়ন্ত্রণ সম্ভব।

উৎপাদন ও বাজারে আসার সময়

Honda wn7 electric motorcycle ১৩০ কিমি রেঞ্জ ও দ্রুত চার্জিং সুবিধা নিয়ে বাজারে 3
১৩০ কিমি রেঞ্জ ও TFT ডিসপ্লেসহ আসছে হোন্ডার নতুন ইলেকট্রিক বাইক

Honda জানিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে WN7-এর উৎপাদন শুরু হবে। প্রথম দিকে ইউরোপে ২০২৬ সালের শুরুর দিকে বাইকটি পাওয়া যাবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় হোন্ডা তাদের টু-হুইলার লাইনআপে কার্বন নিউট্রালিটি নিশ্চিত করতে চাইছে।

Honda WN7 Electric Motorcycle নিঃসন্দেহে নতুন প্রজন্মের বাইকপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠবে। শহর ও দীর্ঘ ভ্রমণ—দুই ধরনের ব্যবহারেই এর ফিচারগুলো উপযোগী। আমাদের নিউজটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

ডিসক্লেইমার

“এই নিউজটি অনলাইন সূত্র থেকে তৈরি করা হয়েছে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিকটস্থ শোরুম বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দাম ও ফিচার যাচাই করে নেবেন। কারণ কোম্পানি যেকোনো সময় পরিবর্তন আনতে পারে।”

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ