Thursday, August 21, 2025
HomeGoogle Pixel 10 এখন কি iPhone এর পর সবচেয়ে চেনা স্মার্টফোন?

Google Pixel 10 এখন কি iPhone এর পর সবচেয়ে চেনা স্মার্টফোন?

গুগলের নতুন Pixel 10 সিরিজ বাজারে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই বলছেন, পিক্সেল এখন এমন এক পরিচিত ডিজাইন তৈরি করেছে যেটি দূর থেকেও সহজে চিনে ফেলা যায়। iPhone-এর মতো বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার পথে এটাই হতে পারে গুগলের সবচেয়ে বড় সাফল্য।

গুগল পিক্সেল 10 সিরিজ প্রথম দেখাতেই আলাদা করে চেনা যায়। এর পেছনের ক্যামেরা বার এমনভাবে সাজানো হয়েছে, যা অন্য কোনো ফোনে নেই। একে এক নজরে দেখে চিনে ফেলা যায় “হ্যাঁ, এটা পিক্সেল!”

Pixel 10 এসেছে Moonstone, Jade আর Indigo নামের নতুন রঙে। আগের মডেলের সঙ্গে মিল থাকলেও এই নতুন শেডগুলো ফোনটিকে একেবারে নতুন লুক দিয়েছে। ফলে পুরোনো ফ্যানরাও খুশি, আবার নতুন ক্রেতাদেরও দৃষ্টি কেড়েছে।

Google pixel 10 এখন কি iphone এর পর

অনেকে মনে করেন, পিক্সেল 10 বড় কোনো বদল আনেনি। কিন্তু এটিই তো অ্যাপলের সিক্রেট! iPhone 13, 14 কিংবা 15 – সবগুলোর ডিজাইন প্রায় একই, তবুও মানুষ কিনে। কারণ একটি পরিচিত ডিজাইনই ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। গুগলও সেই পথেই হাঁটছে।

চীনা স্মার্টফোনগুলো যেখানে গোলাকার বা ছোট ক্যামেরা মডিউল ব্যবহার করে, সেখানে পিক্সেল তার বড় ক্যামেরা বার দিয়ে একেবারে আলাদা জায়গা তৈরি করেছে। এই ভিজ্যুয়াল আইডেন্টিটিই ধীরে ধীরে গুগলের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে।

উত্তর আমেরিকার বাজারে পিক্সেলের বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে। অনেকেই বলছেন, “Pixel look” এখন এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে। সমতল ডিজাইন, সফট কালার প্যালেট আর চোখে পড়ার মতো ক্যামেরা বার-এই তিন জিনিস গুগলের জন্য গেম চেঞ্জার।

iPhone Pro মডেলের ক্যামেরা লেআউট যেমন মানুষ দূর থেকে চিনে ফেলে, ঠিক তেমনিভাবে এখন Pixel-এর ডিজাইনও মানুষের মনে দাগ কাটছে। এতে ব্র্যান্ড ভ্যালু বাড়ছে, আর একধরনের “প্রেস্টিজ” তৈরি হচ্ছে ব্যবহারকারীদের মধ্যে।

Google pixel 10 pro 12

এশিয়ার বিভিন্ন শহরে-কুয়ালালামপুর, ব্যাংকক কিংবা এয়ারপোর্টে এখন প্রায়ই দেখা যায় হাতে Pixel ফোন। Samsung বা অন্য ব্র্যান্ডের চেয়ে Pixel অনেক বেশি চোখে পড়ছে। এটা প্রমাণ করে, ডিজাইনের দিক থেকে পিক্সেল এখন সত্যিই আলাদা।

আরো দেখুন: গুগল Pixel 10 সিরিজ উন্মোচন: ট্রিপল ক্যামেরা, Tensor G5 চিপ ও ৭ বছর আপডেট সহ

নতুন Tensor G5 চিপসেটের সঙ্গে গুগল যদি একই ডিজাইন ভাষাকে আরও কিছুদিন ধরে রাখে, তাহলে Pixel 10 কেবল এখন নয়, ভবিষ্যতেও ব্র্যান্ডকে এগিয়ে নেবে। অনেকেই বলছেন, iPhone-এর পরে এখন সবচেয়ে সহজে চেনা স্মার্টফোন লাইনআপ হলো Pixel।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ