HomeখবরGoogle Pay চালু হবে খুব শীগ্রই বাংলাদেশে

Google Pay চালু হবে খুব শীগ্রই বাংলাদেশে

Google pay চালু হবে

Google Pay চালু হবে খুব শীগ্রই বাংলাদেশে

বাংলাদেশে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে Google Pay ডিজিটাল ওয়ালেট। তবে গুগল কোন সাইডে অফিসিয়ালি ভাবে এনাউসমেন্ট করে নাই। তবে যেহেতু এশিয়ার মধ্যে গুগল পে চলে আসছে তাই ধারণা করা যাচ্ছে আগামী মাসেই বাংলাদেশেও চালু হতে পারে।

Google Pay কি?

Google Pay হলো অনলাইন ডিজিটাল লেনদেন উপায়। বর্তমান আপনি যদি অনলাইনে লেনদেন করতে চান তাহলে অবশ্যই আপনার একটি গুগল প্লে ওয়ালেটের প্রয়োজন হবে। এটি সবচেয়ে বেশি দরকারি বর্তমান আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য। এ ছাড়া আমাদের বাংলাদেশ থেকে যে সকল ব্যক্তিরা নতুন অবস্থায় অনলাইনে কাজ করতে যায় তখন তাদের কিছু গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে হয়। আরে পেমেন্ট এর সুবিধাটি নেওয়া যায় Google Pay মাধ্যমে যেকোনো দেশ থেকে।

Google Pay Wallet অ্যাপটি এখনো বাংলাদেশ থেকে ইন্সটল করা যাবে না। যত সময় না পর্যন্ত বাংলাদেশ এটি অফিসিয়ালি ভাবে লঞ্চ হয়। তবে আমাদের বাংলাদেশিরা অধীর আগ্রহে এটির অপেক্ষায় রয়েছেন। যদি বাংলাদেশ গুগল পে ওয়ালেট অ্যাপটি অফিশিয়ালি ভাবে বাংলাদেশে আসে। তাহলে আমরা যারা অনলাইনে কাজ করি তারা নিশ্চিন্তে নিরাপদে যেকোনো সময় লেনদেন করতে পারব।

তাছাড়া Google Pay বর্তমান যে কোন দেশের যেকোনো ওয়েবসাইট বা শপিং সাইটগুলো থেকে কেনাকাটা করতে পারবেন।

আগামী ১ মাসের মধ্যেই বাংলাদেশে Launch হতে পারে Google Pay!

যদিও এখনো Google-এর Side থেকে কোনো Official Announcement আসেনি, তবে South Asia-তে তাদের Recent moves দেখে মনে হচ্ছে, খুব শীঘ্রই Bangladesh-এ আসতে যাচ্ছে এই Digital Wallet ! প্রথম দিকে City Bank-এর users তাদের Visa এবং MasterCard Add করতে পারবেন। এর ফলে দেশের Digital Payment Landscape-এ আসবে একটা Noticeable Shift!  আপনার কী মনে হয়, Google Pay আসলে MFS Services-এর সাথে Compete করতে পারবে?

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here