স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজ নিয়ে আলোচনায় শীর্ষে উঠে এসেছে। যদিও ফোনগুলোর অফিসিয়াল দাম বা সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনো প্রকাশ হয়নি, তবে লিক হওয়া তথ্য ও রেন্ডার দেখে ধারণা করা যাচ্ছে এবারকার মডেলগুলোতে থাকবে দারুণ কিছু পরিবর্তন।
Galaxy S26 Pro:
এবারের লাইনআপে সাধারণ Galaxy S26 এর পরিবর্তে আসছে Galaxy S26 Pro। ফোনটিতে থাকছে রেইজড ক্যামেরা মডিউল, যেটি অনেকটা Galaxy Z Fold7–এর মতো ডিজাইন করা। আগের মডেল Galaxy S25–এ যেখানে ফ্লাশ-ব্যাক ডিজাইন দেখা গিয়েছিল, এবার সেটি বদলে গেছে। ফোনটির স্ক্রিন 6.27 ইঞ্চি, 120Hz রিফ্রেশ রেট সহ, আর এতে থাকছে সর্বশেষ Snapdragon 8 Elite 2 অথবা Exynos 2600 চিপসেট। সর্বোচ্চ 12GB RAM ও 512GB স্টোরেজের পাশাপাশি থাকবে 50MP প্রাইমারি ক্যামেরা।
Galaxy S26 Ultra:
Galaxy S25 Ultra–এর মতো ডিজাইন হলেও এবার Ultra মডেলে আনা হয়েছে কিছু নতুনত্ব। ক্যামেরা মডিউল আরও উঁচু করা হয়েছে এবং তাতে থাকবে 200MP ক্যামেরা সহ শক্তিশালী জুম লেন্স। ফোনটির ডিসপ্লে হবে 6.9 ইঞ্চির AMOLED প্যানেল, আর সাথে থাকছে বিশাল 5,000mAh ব্যাটারি ও 60W ফাস্ট চার্জিং। বলা যায়, এটি হবে আল্ট্রা প্রিমিয়াম ভ্যারিয়েন্ট, অনেকটা গত বছরের Ultra মডেলের আপগ্রেডেড সংস্করণ।
Galaxy S26 Edge:
স্যামসাং এবার Plus মডেলের পরিবর্তে আনছে নতুন Galaxy S26 Edge। ফোনটিতে থাকবে চওড়া ক্যামেরা বার, যা অনেকটা iPhone 17 Air–এর ডিজাইনের মতো। 200MP প্রাইমারি ক্যামেরা ও 12MP আল্ট্রাওয়াইড সেন্সরের পাশাপাশি এতে থাকবে মাত্র 5.5mm পাতলা বডি (ক্যামেরা বাম্প ছাড়া)।
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, Samsung Galaxy S26 সিরিজ হবে গতবারের Galaxy S25 লাইনআপের আপগ্রেডেড ও আরও স্টাইলিশ সংস্করণ। বিশেষ করে ক্যামেরা ডিজাইন ও নতুন চিপসেট এ সিরিজকে আরও শক্তিশালী করে তুলবে। অফিসিয়াল লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।